For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসিনা-সুষমা বৈঠক সৌহার্দ্যপূর্ণ, ভিসা নীতি শিথিল করল ভারত

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সুষমা
ঢাকা, ২৬ জুন: ভারত সফরে ইচ্ছুক বাংলাদেশিদের কথা ভেবে শিথিল করা হল ভিসা নীতি। এখন থেকে ১৩ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়স, এমন বাংলাদেশিদের আর ভিসা দরকার হবে না। ঢাকা সফররত ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দু'দিনের সফরে গতকাল রাতে সুষমা স্বরাজ বাংলাদেশে এসে পৌঁছেছেন। ঢাকার হজরত শাহ জালাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি, বিদেশ সচিব মহম্মদ সইদুল হক, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণ প্রমুখ। বিমানবন্দর থেকে তিনি সোজা যান হোটেল সোনারগাঁওয়ে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টায় সুষমা স্বরাজ বৈঠক করেন বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলির সঙ্গে। বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয়। তাঁকে দেখে হাসিনা জড়িয়ে ধরে অভিবাদন জানান। দু'জনে এক সঙ্গে ছবি তোলেন। তিস্তা জলবণ্টন চুক্তি, রেল যোগাযোগ, মুক্ত বাণিজ্য ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র তিনি তুলে দিয়েছেন শেখ হাসিনার হাতে। শেখ হাসিনা কথা দিয়েছেন, যত শীঘ্র সম্ভব, তিনি নয়াদিল্লি সফরে যাবেন।

আগামীকাল অর্থাৎ শুক্রবার ঢাকা ছাড়ছেন সুষমা স্বরাজ। তার আগে আজ রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শুক্রবার সকালে বিরোধী দলনেত্রী রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুরে উড়ে যাবেন নয়াদিল্লির উদ্দেশে।

প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে পূর্বতন ইউপিএ সরকারের মতোই গুরুত্ব দিচ্ছে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকার। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে যারপরনাই আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই বার্তা দিতেই বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছেন সুষমা স্বরাজ।

English summary
Sushma Swaraj meets Sheikh Hasina, visa rules relaxed for Bangladeshi citizens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X