For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪০ কিমি বেগে সুপার সাইক্লোন আছড়ে পড়ল করোনা আতঙ্কের মধ্যে, লন্ডভন্ড দেশ

সুপার সাইক্লোন আছড়ে পড়ল ২৪০ কিলোমিটার বেগে! করোনা-হানার মধ্যেই লন্ডভন্ড দেশ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের থাবায় কাঁপছে পৃথিবী। এরই মধ্যে আর এক বিপত্তি। আছড়ে পড়ল সুপার সাইক্লোনে। যার ফলে তছনছ বাড়ি-ঘর, গোটা শহর। করোনা যখন প্রাণ কাড়ছে, তখন সুপার সাইক্লোনের হানা দিল ভূখণ্ডে। প্রায় ২৪০ কিলোমিটার বেডে আছড়ে পড়ল ঝড়। মুহূর্তে ধ্বংসলীলা চালিয়ে গেল দেশের বুকে।

লন্ডভন্ড জনজীবন

লন্ডভন্ড জনজীবন

ঝড়ের দাপট এতটাই তীব্র ছিল যে, উড়ে গিয়েছে বাড়ির ছাদ। বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বন্যায় ভেসেছে শহর। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলের দেশ ফিজিতে লন্ডভন্ড জনজীবন। বুধবার ওই ঝড় আছড়ে পড়ার পড় ফিডিল সলমন, ভান্তু দ্বীপে ধ্বংসলীলা চলে। বহু মানুষ গৃহহীন হয়ে যায়।

করোনার মধ্যেই সাইক্লোন

করোনার মধ্যেই সাইক্লোন

ফিজিতেও প্রবেশ করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। তবে সেভাবে এখন বাসা বাঁধতে পারেনি করোনা। এখন পর্যন্ত জনা ১৫ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। করোনা-ভীতি ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। এই ভীতির মাঝেই সুপার সাইক্লোনকরূপী বিধ্বংসী ঝড় সব তছনছ করে দিয়ে গেল।

প্রকৃতির মার

প্রকৃতির মার

এই অবস্থায় পর্যটনকেন্দ্রগুলি থেকে পর্যটকদের বের করে দেওয়া হয়েছিল আগেই। উপকূলবর্তী অঞ্চলও অনেকটা ফাঁকা করে দেওয়া হয়েছিল। ফিজি সরকার আগাম ব্যবস্থা নেওয়ায় প্রাণসংশয় কমানো গিয়েছে সাংঘাতিক সুপার সাইক্লোনে। এখন বন্যার করাল গ্রাস থেকে দেশকে বাঁচানোর তোড়জোড় শুরু হয়েছে।

ক্রান্তিয় ঝড় সামলে

ক্রান্তিয় ঝড় সামলে

এখন চার প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির মধ্য দিয়ে উড়ে যাওয়া ক্রান্তীয় ঘূর্ণিঝড় করোনা ভাইরাস সংক্রমণের বৃদ্ধি ঘটাতে পারে। আগে থেকেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর। কিন্তু করোনার জন্য। সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থা নেওয়া সরকারের কাছে কঠিন ছিল।

English summary
Super Cyclone hits on country Figi in speed of 240 kilometer per hour. This in new danger in Coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X