For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবাসী ভারতীয়দের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের মূল আকর্ষন সুপার ৩০ খ্যাত আনন্দ কুমার

প্রবাসী ভারতীয়দের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের মূল আকর্ষন সুপার ৩০ খ্যাত আনন্দ কুমার

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দের উদ্যোগে হতে চলা ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হতে চলেছেন সুপার থার্টি খ্যাত গণিতবিদ আনন্দ কুমার।

প্রবাসী ভারতীয়দের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের মূল আকর্ষন সুপার ৩০ খ্যাত আনন্দ কুমার


২০২০ সালে প্রবাসী ভারতীয়দের প্রাচীনতম সংস্থা ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা এফআই এর পঞ্চাশতম বছর পূর্ণ হবে। পাশাপাশি প্রজাতন্ত্র দিবস ও প্রতিষ্ঠা দিবসের ৫০ বছর পূরণ উপলক্ষে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে ধুমধাম করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে এফআইএ।

শনিবার এফআইএর সভাপতি অলোক কুমার একটি বিবৃতির মাধ্যমে সংবাদ মাধ্যমকে জানান, "২০২০ সালে এফআইএ ৫০ বছর পূর্ণ করছে। আমরা অনেক আলোচনার পরে আনন্দ কুমারের নাম ভেবেছি, যেহেতু তিনি দেশের শিক্ষার ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। ভারতীয় দের কাছে এটি খুবই গর্বের, আমরা চাই সারা বিশ্বের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে তার নাম পৌঁছে যাক।"

পাশাপাশি তিনি আরও জানান যে, "সুপার থার্টি ছবিটি আমেরিকাতেও খুব জনপ্রিয় হয়েছিল এবং ওই দেশের মানুষ খুব আগ্রহের সাথে সিনেমাটি দেখেছিল। সিনেমাটি দেখার পর মানুষ তার সাথে দেখাও করতে চেয়েছেন, আমরা আনন্দিত যে আনন্দ কুমার এই অনুষ্ঠানে আসার জন্য সম্মতি জানিয়েছেন।"

আনন্দ কুমারের সুপার ৩০ হ'ল এমন একটি পদক্ষেপ যেখানে প্রতি বছর আইআইটি প্রবেশিকা পরীক্ষার জন্য সমাজের বঞ্চিত শ্রেণির ৩০ জন ছাত্র বিনামূল্যে পড়ার সুযোগ পায়। সম্প্রতি চলতি বছরের জুলাই মাসে মুক্তি প্রাপ্ত ছবি 'সুপার থার্টি'তে অভিনেতা হৃতিক রোশনকে আনন্দ কুমারের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।

English summary
super 30 famous celebrity anand kumar is the key attraction of the indian republic day celebration of the expatriate indians in america
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X