For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রীষ্মের তাপমাত্রা যথেষ্ট নয়, করোনা ঠেকাতে দরকার ৯২° সেলসিয়াস উষ্ণতা, বলছে গবেষণা

গ্রীষ্মের তাপমাত্রা যথেষ্ট নয়, করোনা ঠেকাতে দরকার ৯২° সেলসিয়াস উষ্ণতা, বলছে গবেষণা

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে আণুবীক্ষণিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে প্রায় ১লাখ ৩৬ হাজার মানুষ, আক্রান্ত আরও ২১ লক্ষ। এই ভাইরাস নির্মূলের উপায় বের করতে হিমসিম খেয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। এবার গবেষণায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বিজ্ঞানীরা বলছেন, ৯২°সেলসিয়াস তাপমাত্রাতেই একমাত্র মরতে পারে করোনা, যা বৈশ্বিক তাপমাত্রার থেকে অনেক বেশি।

গ্রীষ্মের তাপমাত্রা যথেষ্ট নয় করোনা মোকাবিলায়

গ্রীষ্মের তাপমাত্রা যথেষ্ট নয় করোনা মোকাবিলায়

এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মিডিয়ায় একটি ভুয়ো খবর রটেছিল এবং জল্পনা তৈরী হয়েছিল যে গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সাথে সাথেই কোরোনা শক্তি হারাবে। কিন্তু, এদিন সারস কোভ-২ প্রকাশিত একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, ৯২°সেলসিয়াসে ১৫মিনিটের জন্য উত্তপ্ত করলেই ভাইরাসটি মারা যায়।

১ঘন্টা ধরে ৬০° সেলসিয়াস উষ্ণতাও সহ্য করার ক্ষমতা রাখে এই প্রাণঘাতী ভাইরাস

১ঘন্টা ধরে ৬০° সেলসিয়াস উষ্ণতাও সহ্য করার ক্ষমতা রাখে এই প্রাণঘাতী ভাইরাস

জীববিজ্ঞানের প্রাক-প্রিন্ট সার্ভার বায়োআরক্সিভ-এ গত শনিবার প্রকাশিত একটি সমীক্ষায়, অধ্যাপক রেমি চার্লেল জানান এই ভাইরাসকে দীর্ঘ ১ ঘন্টা ৬০°সেলসিয়াসে উত্তপ্ত করার পরেও, এই ভাইরাসের কর্মক্ষমতা একটুও কমেনি, যা ভীষণ চিন্তার।

গরম জলে স্নান করলেই আপনি নিরাপদ নন,বলছে হু

গরম জলে স্নান করলেই আপনি নিরাপদ নন,বলছে হু

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাফ জানিয়েছে, গরম জলে স্নান করলেও করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব না। গরম জলে স্নান করলেও কোভিড ১৯ করোনা ভাইরাস থেকে কেউ নিরাপদ নন বলেই জানিয়েছে হু। স্নানের উপর মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা নির্ভর করে না। কিছু গবেষণা জানিয়েছে অতিরিক্ত গরম জলে স্নান করলে তা ভীষণ ক্ষতিকারক এবং ত্বককে পুড়িয়ে দিতে পারে সহজে।

English summary
Summer heat is not enough because Corona only dies at 92 degrees Celsius,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X