For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তানে ২টি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৬৫

আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। দুটি আত্মঘাতী বিস্ফোরণ হয় দুটি মসজিদে। দুটি ঘটনাই ঘটে শুক্রবার রাতে।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। দুটি আত্মঘাতী বিস্ফোরণ হয় দুটি মসজিদে। দুটি ঘটনাই ঘটে শুক্রবার রাতে।

 আফগানিস্তানে ২টি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৬৫

কাবুলের পশ্চিমাংশে দাস্ত-ই-বার্চিতে ইমাম জামান মসজিদে হামলার ঘটনাটি ঘটে। ওই সময় মসজিদে নমাজের জন্য হাজির ছিলেন শিয়া সম্প্রদায়ের মানুষজন। এই বিস্ফোরণে ৩০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।

সরকারি আধিকারিক মৃতের নির্দিষ্ট সংখ্যা জানাতে না পারলেও, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০টি দেহ সরিয়ে নিয়ে গিয়েছে।

অভ্যন্তরীণ মন্ত্রী মেজর জেনারেল আলিমস্ত মোমান্দ জানিয়েছেন, হামলাকারীরা হেঁটে মসজিদে প্রবেশ করে।
আইসিস হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
এই বিস্ফোরণের পরে উত্তর পশ্চিমের ঘোর প্রদেশের ডোলাইনা জেলায় সুন্নি সম্প্রদায়ের একটি মসজিদে হামলার খবর পাওয়া গিয়েছে। সেখানেও নমাজ চলছিল। ঘটনায় কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবারেই তালিবান হামলায় কমপক্ষে ৫৮ জন আফগান নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়।

এবছরে একের পর এক ঘটনায় শিয়া সম্প্রদায়ের মানুষকেই টার্গেট করা হচ্ছে। এর আগে বিভিন্ন ঘটনায় কমপক্ষে ৮৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৯৪ জন আহত হয়েছেন। বেশির ভাগ ঘটনায় হয় মসজিদে হামলা নয়তো ধর্মীয় অনুষ্ঠানে হামলার ঘটনা। গত সপ্তাহে প্রকাশিত রাষ্ট্র সংঘের রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।

অগাস্ট এবং সেপ্টেম্বরেও কাবুলে মসজিদে হামলার ঘটনা ঘটেছে।

English summary
Suicide bomber kills at least 65 at 2 mosques in Afghanistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X