For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের আত্মঘাতী বিস্ফোরণ কাবুলে, মৃত ২৪, আহত ৪২

ফের আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। বিস্ফোরণের জেরে প্রায় ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন প্রায় ১০ জন।

Google Oneindia Bengali News

ফের আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। বিস্ফোরণের জেরে প্রায় ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন প্রায় ৪২ জন। আফগান ইন্টেরিয়ার মিনিস্ট্রির তরফে আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ফের আত্মঘাতী বিস্ফোরণ কাবুলে, মৃত ২০, মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা

কাবুলের গুলায়েদাওয়াখানায়, একটি পথ চলতি বাসে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা মারলে ঘটে যায় এই বিস্ফোরণ। উল্লেখ্য, ওই বাসটিতে আফগানিস্তানের খণিজ মন্ত্রকের কর্মীরা সফর করছিলেন। এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এদিকে, বিস্ফোরক বোঝাই ওই গাড়িটি নিয়ে উঠছে নান প্রশ্ন।

জানা গিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত গুলায়েদাওয়াখানা এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর এলাকাকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলেছে পুলিশ। এই এলাকাতেই আফগানিস্তানের এক রাজনৈতিক নেতা মহম্মদ মোহাকেকের বাসভবন । তাঁর বাসভবনের সামনের রাস্তায় প্রথম চেক পেয়ন্টের কাছে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

একের পর এক বিস্ফোরণে ক্রমাগত বিধ্বস্ত আফগানিস্তান । এবছরের প্রধমার্ধেই হামলা আর বিস্ফোরণের জেরে মারা গিয়েছেন ১৬৬২ জন নাগরিক। তবে সোমবারের এই বিস্ফোরণের কিছুদিন আগেও আরেকটি বিস্ফোরণ ঘটে আফগানিস্তানে। যার নেপথ্যে আইএস ছিল।

English summary
A suicide car bomb exploded in Kabul on Monday, probably causing casualties, said Afghanistan police. According to initial reports, more than 20 people were dead in the suicide blast. The explosion was reported in Kabul’s Gulaee Dawa Khana area in PD3.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X