For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইনজীবী-ব্রেক্সিটার এখন ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রসচিব, চিনে নিন ভারতীয় বংশোদ্ভুত সুয়েলাকে

আইনজীবী-ব্রেক্সিটার এখন ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রসচিব, চিনে নিন ভারতীয় বংশোদ্ভুত সুয়েলাকে

  • |
Google Oneindia Bengali News

একজন আইনজীবী হিসেবে যুক্তরাজ্যের মাটিতে উত্থান শুরু হয়েছিল ভারতীয় বংশোদ্ভুত সুয়েলার ব্র্যাভারম্যানের। তারপর ব্রেক্সিটার থেকে তিনি এখন ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রসচিব। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েই লিজ ট্রাস মঙ্গলবার নতুন স্বরাষ্ট্র হিসেবে বেছে নেন সুয়েলা ব্র্যাভারম্যানকে। তিনি ভারতীয় বংশোদ্ভুত প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন।

আইনজীবী-ব্রেক্সিটার এখন ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রসচিব, চিনে নিন ভারতীয় বংশোদ্ভুত সুয়েলাকে

৪২ বছর বয়সি সুয়েলা ব্যাভারম্যান দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ফরহামের সাংসদ। তিনি কনজারভেটিভ পার্টির সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর পূর্বতন প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৮ জন তথাকথিত 'স্পার্টান' টোরি এমপিদের মধ্যে একজন যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে-র ব্রেক্সিট চুক্তিতে সংসদে ভোটাভুটির তিনটি ক্ষেত্রেই সমর্থন করতে অস্বীকার করেছিলেন। তিনি এখন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ক্যাবিনেটে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলাবেন।

১৯৮০ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন সুয়েলা ব্র্যাভারম্যান। তাঁর নাম রাখা হয় সু-এলেন ক্যাসিয়ানা ফার্নান্ডেজ। তাঁর মা ঊমা ছিলেন হিন্দু তামিল আর বাবা ক্রিস্টি ফার্নান্ডেজ। তাঁর মা মরিশাস থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। আর তাঁর বাবা এসেছিলেন কেনিয়া থেকে। ১৯৬০ সাল থেকে তাঁর বাবা লন্ডনের বাসিন্দা।

২০১৫ সালের মে মাসে তিনি ফারহাম থেকে কনজারভেটিভ পার্টির সাংসদ নির্বাচিত হন। সুয়েলা ব্র্যাভারম্যান ছিলেন একজন টোরি নেতা। প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হতে তিনি ছিলেন প্রথম প্রতিযোগী। তিনি পরবর্তী সময়ে পদত্যাগ করতে বাধ্য হন বিভিন্ন কেলেঙ্কারি সামনে আসায়।

প্রাথমিক ব্যালটের দ্বিতীয় রাউন্ডে তিনি ছিটকে যান প্রধানমন্ত্রিত্বের লড়াই থেকে। তারপর তিনি তাঁর সমর্থন প্রকাশ করেন লিজ ট্রাসের দিকে। তিনিই প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের কুর্সিতে বসেছেন। আর লিজকে সমর্থন করার পুরস্কার স্বরূপ সুয়েলা হয়েছেন লিজ ট্রাসের সরকারের স্বরাষ্ট্রসচিব। সুয়েলা ব্র্যাভারম্যানকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে ট্রাস-মন্ত্রিসভায়।

প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্যা্তভারম্যান ব্রেক্সিটপন্থী অবস্থানের জন্য পরিচিত। তিনি কনজারভেটিভদের ব্রেক্সিটপন্থী শাখার একজন বিশিষ্ট সদস্য, যিনি ইউরোপের মানবাধিকার আদালত থেকে যুক্তরাজ্যকে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ভারতীয় বংশোদ্ভুত সুয়েলা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ২০১৮ সালে তিনি রায়েল ব্র্যাভারম্যানকে বিয়ে করেছিলেন। তার মাতৃত্বকালীন ছুটি বিখ্যাতভাবে গত বছর একটি আইনি পরিবর্তন এনেছিল। তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার সময় তিনি মন্ত্রী ছিলেন। সুয়েলা বর্তমানে লন্ডনে বৌদ্ধ কেন্দ্রে যোগ দেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদ নিয়ে সংসদে শপখ গ্রহণ করেন।

English summary
Suella Braverman an Indian origin UK MP joins as new home secretary after Liz Truss
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X