For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড ভ্যাকসিনের সাফল্যের হার প্রায় ৯৫%, চমকপ্রদ সাফল্যের খবর জানাল মডার্না

  • |
Google Oneindia Bengali News

বিশ্বে অন্তিম ট্রায়ালের দোরগোড়ায় দাঁড়িয়ে এইবার তাক লাগানোর মত খবর শোনাল মডার্না। সোমবার সংস্থার তরফে জানান হয়, সর্বশেষ ট্রায়ালের প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাদের কোভিড ভ্যাকসিন সাফল্যের হার প্রায় ৯৪.৫ শতাংশ! অন্যদিকে ফাইজার আইএনসির ভ্যাকসিনের সাফল্যও ৯০% ছুঁয়েছে বলে জানা যাচ্ছে। সূত্র বলছে, ডিসেম্বরের মধ্যেই ছাড়পত্র দিয়ে পরবর্তী বছরে প্রায় ৬ কোটি ভ্যাকসিন ব্যবহারের পথে এগোচ্ছে আমেরিকা।

এমআরএনএ ব্যবহারেই কি সাফল্য?

এমআরএনএ ব্যবহারেই কি সাফল্য?

সূত্রের খবর, পরবর্তী বছরের মধ্যে এই দুই সংস্থার থেকে প্রায় ১০০কোটি ডোজ পেতে পারে মার্কিন সরকার, যা সে দেশের ৩৩কোটি জনসংখ্যার জন্য যথেষ্ট। এদিকে ইতিমধ্যেই পুনরায় শক্তি বাড়িয়ে ফিরছে মারণ করোনা। ইউরোপের কিছু দেশে লকডাউন বলবৎ করা হচ্ছে। এমতাবস্থায় এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে যে সাফল্য পেয়েছে মডার্না ও ফাইজার, তা আশা জোগাচ্ছে বিজ্ঞানীদের।

৩০,০০০ জনের তথ্যের ভিত্তিতে ফলাফল প্রকাশ

৩০,০০০ জনের তথ্যের ভিত্তিতে ফলাফল প্রকাশ

মডার্নার তরফে জানান হয়েছে, প্রায় ৩০,০০০ জনের উপর ভ্যাকসিন প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সংখ্যার বিচারে অনেকটাই পিছিয়ে ফাইজার। সূত্রের খবর, মডার্নার ভ্যাকসিন ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১মাস পর্যন্ত সংরক্ষণ সম্ভব, যা ফাইজারের ক্ষেত্রে অসম্ভব। সূত্রের খবর, মার্কিন সরকারের প্রকল্প 'ওয়ার্প স্পিড প্রোগ্রাম'-এর অন্তর্গত মডার্না সরকারি ছাড়পত্র পেলেই ২ কোটি ডোজ সরবরাহে প্ৰস্তুত।

প্রায় ৯৫ রকমের কোভিড কেস পর্যবেক্ষণ

প্রায় ৯৫ রকমের কোভিড কেস পর্যবেক্ষণ

মডার্নার তরফে জানা গেছে, প্রায় ৯৫ রকমের কোভিড কেস পর্যবেক্ষণের আওতায় এনেছেন গবেষকরা। এঁদের মধ্যে ১৫ রকমের কেস ৬৫ বছর ও তার বেশি বয়স্কদের মধ্যে এবং ২০ রকমের কেস জাতিভেদে ভিন্ন ভিন্ন অংশগ্রহণকারীর মধ্যে দেখা গেছে। জানা গেছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর প্রায় ৯% শারীরিক প্রদাহের মত পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন। ইতিপূর্বে এমআরএনএ সেভাবে কোনো প্রভাব না দেখাতে পারলেও বর্তমান গবেষণার জেরে আগামী সপ্তাহের মধ্যেই ছাড়পত্র আশা করছে মডার্না।

প্রায় ১০০কোটি মার্কিন ডলারের অর্থ সাহায্য মডার্নাকে

প্রায় ১০০কোটি মার্কিন ডলারের অর্থ সাহায্য মডার্নাকে

বর্তমানে করোনায় বিশ্বে সর্বাধিক মৃত্যু ঘটেছে মার্কিন মুলুকে। জানা গেছে, ট্রাম্প প্রশাসন মোডার্নাকে কোভিড ভ্যাকসিন গবেষণার দরুণ প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের অর্থসাহায্য প্রদান করেছিল, যা ফলপ্রসূ হতে চলেছে বলেই আশাবাদী অনেকে। আগামী বছরের মধ্যে মোডার্না ৫০-১০০ কোটি ডোজ তৈরির লক্ষ্যে এগোচ্ছে। সরকারি সূত্রে খবর, মার্কিন নাগরিকদের বিনামূল্যেই দেওয়া হবে এই কোভিড ভ্যাকসিন। যদিও পূর্বে রাশিয়ার 'স্পুটনিক -ভি' ভ্যাকসিনের মতোই বিতর্ক চলছে মোডার্নাকে ঘিরেও।

English summary
Modern Corona Vaccine Success Rate is 94.5%
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X