For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত সার্জিক্যাল অ্যাটাক করেছে, প্রমাণ দিলেন খোদ পাকিস্তান পুলিশের এসপি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৬ অক্টোবর : পাকিস্তান সরকার ভারতের সার্জিক্যাল অ্যাটাকের ঘটনাকে বারবার নাকচ করে চলেছে। গত ২৮ সেপ্টেম্বর রাতে ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি লঞ্চ প্যাড উড়িয়ে দিয়ে অন্তত ৪০ জন জঙ্গিকে খতম করে দেশে ফিরে এসেছে। এই ঘটনা কিছুতেই স্বীকার করেনি পাকিস্তান। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

তবে নওয়াজ শরিফের সরকারের একেবারে ভিন্ন মেরুতে অবস্থান করে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা একেবারে স্বীকার করে নিলেন পাকিস্তানি পুলিশের এক এসপি পদমর্যাদার পুলিশ অফিসার। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা?]

ভারত সার্জিক্যাল অ্যাটাক করেছে, প্রমাণ দিল পাকিস্তানের পুলিশ

গুলাম আকবর। পাকিস্তান অধীকৃত কাশ্মীরের মীরপুরের এসপি জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। এবং এতে পাকিস্তানের ৫ সেনাও মারা গিয়েছে। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন]

এক সর্বভারতীয় সংবাদসংস্থার করা স্টিং অপারেশনে এই খবরের সত্যতা উঠে এসেছে। সেই পুলিশ অফিসার জানিয়েছেন, গত সপ্তাহে বুধবার রাতে ২টো থেকে ৪টের মধ্যে অপারেশন চালায় ভারতীয় সেনা। তিনি আরও খোলসা করে বলেছেন যে, এমন কোনও ঘটনা ঘটতে পারে তা পাকিস্তানি সেনা কল্পনাও করতে পারেনি। [উরি হামলার পরে মাসুদ আজহারের জঈশ-ই-মহম্মদ 'সেরা জঙ্গি দল' ক্লাবে উত্তীর্ণ]

এসপি গুলাম আকবর জানতেন না তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে বসেছেন। তিনি আরও বলেন, ভারতের হামলা চালিয়ে চলে যাওয়ার পরই পাকিস্তানি সেনা জঙ্গিদের দেহ তাড়াতাড়ি সরিয়ে ফেলে। পরে তিনি ঘটনা জানতে পারেন বলে জানিয়েছেন গুলাম আকবর।

কোন কোন জায়গায় পাকিস্তানে ভারতীয় সেনা হামলা চালিয়েছে সেটাও জানিয়েছেন তিনি। ভীমবরের সামনা, পুঞ্চের হাজিরা, নীলমের দুধনিয়াল ও হাতিয়ান বালার কায়ানিতে ভারতীয় সেনা ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়।

ভারত হামলা চালিয়ে চলে যাওয়ার পর গোটা এলাকা পাকিস্তানি সেনা ঘিরে ফেলে বলেও স্টিং অপারেশনের সময়ে স্বীকার করে ফেলেছেন পাক অধীকৃত কাশ্মীরের এই পুলিশ সুপার। এরপরে পাকিস্তান সরকার কি জবাব দেয় সেটার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব।

English summary
Stung PoK officer confirms India's surgical strikes in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X