For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার ব্যক্তিত্বেই লুকিয়ে আপনার কর্মজীবনের পর অবসর যাপনের হিসেব নিকেশ

আপনার ব্যক্তিত্বেই লুকিয়ে আপনার কর্মজীবনের পর অবসর যাপনের হিসেব নিকেশ

  • |
Google Oneindia Bengali News

চাকরি থেকে অবসর গ্রহণের পর আপনি সঞ্চয়ী হবেন নাকি ঋণের ভারে জর্জরিত হবেন তার উত্তর লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্বেই। সম্প্রতি আমেরিকার সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এই বিষয়ে তাদের একটি নতুন গবেষণা প্রকাশ করেছে।

আপনার ব্যক্তিত্বেই লুকিয়ে আপনার কর্মজীবনের পর অবসর যাপনের হিসেব নিকেশ


ওই গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ব্যক্তিদের জীবনে জানার আগ্রহ প্রচুর বা বেশি কথা বলতে পছন্দ করেন তারা তুলনায় কম কথা বলা মানুষের থেকে কর্মজীবন থেকে অবসর কালীন সময়ে কম খরচ করে থাকেন।

টেক্সাস টেক ইউনিভার্সিটির গবেষক সারা আসেবেদো এই প্রসঙ্গে বলেন, “অবসর গ্রহণের পর কোনও ব্যক্তির সঞ্চিত অর্থ উত্তোলন অনেকাংশেই তার জীবন যাত্রার মানের উপর নির্ভরশীল। আমাদের এই গবেষণার প্রাথমিক উদ্দেশ্যই হল চারিত্রিক বৈশিষ্ট্য অনুধাবনের মাধ্যমে অবসরপ্রাপ্তদের ব্যয়ের অভ্যাস যাচাই করা।”

সম্প্রতি সাইকোলজি এবং এজিং জার্নালে এই গবেষণা পত্রটি প্রকাশিত হয়। গবেষণায় উঠে আসে বহির্মুখী, আন্তরিক, বিভিন্ন বিষয়ে আবেগপূর্ণ মানুষদের আর্থিক লেনদেনের উপর নিয়ন্ত্রণ অনেক বেশি। অন্যদিকে তুলনায় যারা কম অনুভূতি প্রবণ, তুলনামূলক ভাবে কম কৌতূহলী, অন্তর্মুখী এবং যাদের মনে নেতিবাচক আবেগ অনেক বেশি পোষণ করার প্রবণতা আছে তাদের অবসর গ্রহণের পর লাগামহীন খরচ করতে দেখা যায়।

শিক্ষাই দূর করতে পারে মদের আসক্তি, দেখে নিন কি বলছে সমীক্ষাশিক্ষাই দূর করতে পারে মদের আসক্তি, দেখে নিন কি বলছে সমীক্ষা

English summary
By Study of someones personality characteristics we can know about his retirement expenses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X