শক্তিশালী ভূমিকম্প চিলির উপকূলে! আতঙ্ক ছড়াল বাসিন্দাদের মধ্যে
চিলির উপকূলে শক্তিশালী ভূমিকম্প। রবিবার এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। জানিয়েছে, আমেরিকার জিওলজিক্যাল সার্ভে। তবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সেরকম খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সকাল ১০.৫৭-এ এই ভূমিকম্প আঘাত হানে। শহর থেকে ৪০ মাইল পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং রাজধানী সান্টিয়াগো থেকে ২২৫ মাইল দক্ষিণে এই ভূমিকম্পটি হয়। ভূপৃষ্ঠ থেকে ১০.৩ মাইল গভীরতায় চিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্যই। প্রথমের দিকে জানা গিয়েছিল ভূমিকম্পের মাত্রা ৭.২।
অন্যদিকে, চিলির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৬। শক্তিশালী হলেও, হতাহত, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া-সহ ক্ষয়ক্ষতির সেরকম কোনও খবর নেই। জানিয়েছে চিলির ন্যাশনাল এমারজেন্সি অফিস।
সেখানে কোনও সুনামি সতর্কতাও দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।
চিলি বিশ্বের অন্যতম ভূমিকম্প অধ্যুষিত দেশ। ১৯৬০ সালে চিলির ভালভিদিয়ায় ৯.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় অগ্ন্যুৎপাত বলয়ে অবস্থিত হওয়ায় সেখানে অগ্ন্যুৎপাতও হয়ে থাকে মাঝেমধ্যেই।