For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইটানগরের ভারত-চিন সীমান্তের কাছে তিব্বতে প্রবল ভূমিকম্প

তিব্বতে প্রবল ভূমিকম্প। স্থানীয় সময় ভোর ৪ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকল্পের পরিমাপ ছিল ৬.৯। ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ৩৩০ কিমি দূরে।

  • |
Google Oneindia Bengali News

তিব্বতে প্রবল ভূমিকম্প। স্থানীয় সময় ভোর ৪ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকল্পের পরিমাপ ছিল ৬.৯। ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ৩৩০ কিমি দূরে।

 ইটানগরের ভারত-চিন সীমান্তের কাছে তিব্বতে প্রবল ভূমিকম্প

দক্ষিণ চিনের জিজাং প্রদেশে প্রবল ভূমিকম্প। । চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের পরিমাপ অনুযায়ী ভূমিকম্পের পরিমাপ ছিল ৬.৯।

যদিও ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের পরিমাপ ৬.৪।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারত-চিন সীমান্তের সবচেয়ে কাছের ভারতীয় শহর থেকে ১৫০ কিমি দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নিচে ছিল কেন্দ্রস্থল।

এই ভূমিকম্পে সেরকম কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, চিনের জনবিরল স্থানে ভূমিকম্পটি হয়েছে।

চিনের সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, কিছু ক্ষয়ক্ষতির খবর দিয়েছে। তারা জানিয়েছে, ভূমিকম্পের ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। বাড়িঘরের কিছু ক্ষতি হয়েছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল চিনেরই ইংচি শহর।

প্রবল ভূমিকম্পের পরেই বেজিং-এর স্থানীয় সময় সকাল ৮.৩১-এ অল্প মাত্রার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার পরিমাপ ছিল ৫।

জানা গিয়েছে এই ভূমিকম্পের উৎসস্থলও একই ছিল। তবে তা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ কিমি নিচে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্রটির অবস্থান অ্যালং থেকে ১৮৫ কিমি, পাসিঘাট থেকে ২০০ কিমি, তেজু থেকে ২৪৪ কিমি এবং অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ৩৩০ কিমি দূরে।

English summary
Strong 6.9 magnitude earthquake hits Tibet near India-China border, The epicentre of the earthquake, which stuck just minutes after 4 am, was located close to the India-China border and was more than 150 km away from the nearest Indian city.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X