For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবার সকালে ৬.৮ মাত্রার তীব্র ভূমিকম্প, পর্যটক ভরা দ্বীপে ছড়াল আতঙ্ক

তীব্র কম্পন। চারিদিকে ঝনঝন করে উঠেছিল কাছের জানলা। আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। শুক্রবার এমন এক ভূমিকম্পের সাক্ষী হল গ্রিস। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮।

Google Oneindia Bengali News

তীব্র কম্পন। চারিদিকে ঝনঝন করে উঠেছিল কাছের জানলা। আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। শুক্রবার এমন এক ভূমিকম্পের সাক্ষী হল গ্রিস। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে রাজধানী এথেন্সেও তা অনুভূত হয়।

কম্পনের আতঙ্কে দিশেহারা হল মানুষ

জানা গিয়েছে গ্রিসের স্থানীয় সময় বহস্পতিবার রাত ১.৫৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আইয়োনিয়ান সাগরে গ্রিসের পর্যটন দ্বীপ জাকিনথোস-এ এই কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। মার্কিন জিওলজি সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাকিনথোস দ্বীপের দক্ষিণ অংশে মৌজাকি-র দক্ষিণ-পশ্চিমে ৩৩ কিলোমিটার দূরে সমুদ্রের নিচে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। সমুদ্রস্পৃষ্ট থেকে ১৪ কিলোমিটার গভীরে এর এপিসেন্টার ছিল। তবে, এখন পর্যন্ত কোনও ক্ষয়-ক্ষতির হিসাব পাওয়া যায়নি। তবে জাকিনথোসে ভূমিকম্পের সময় থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

কম্পনের আতঙ্কে দিশেহারা হল মানুষ

তবে, গ্রিসের মূল ভূখণ্ডের শহর পিরগোস-এর একটা অংশে পাহাড়ে ধস নামে। গির্জার প্রাচীরের একটা অংশও ভেঙে পড়ে। এই তীব্র ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শকও হয়েছে। গ্রিস বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। প্রতি বছর অন্তত ১০০টি ভূমিকম্প এখানে রেকর্ড হয়। ১৯৯৯ সালে ৫.৯ মাত্রার ভূমিকম্পে এথেন্সে ১৪৩ জনের মৃত্যু হয়েছিল।

English summary
A tourist island of Greece has rocked with a strong earthquake. Magnitude of the earthquake was 6.8 in Richter scale.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X