For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ঝড়কম্প' প্রবল বেগে আছড়ে পড়তে পারে বিশ্বে! গবেষণায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

কেবলমাত্র ঘূর্ণিঝড় বা ভূমিকম্প নয়, এবার প্রাকতিক দুর্যোগ হিসাবে তাণ্ডব দেখাতে পারে 'ঝড়কম্প'। এমনই উঠে আসছে গবেষণায়। ঘূর্ণিঝড় হারিকেনের তাণ্ডবে এতদিন কেবল বিধ্বংসী মেজাজের ঝড় দেখা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেবলমাত্র ঘূর্ণিঝড় বা ভূমিকম্প নয়, এবার প্রাকতিক দুর্যোগ হিসাবে তাণ্ডব দেখাতে পারে 'ঝড়কম্প'। এমনই উঠে আসছে গবেষণায়। ঘূর্ণিঝড় হারিকেনের তাণ্ডবে এতদিন কেবল বিধ্বংসী মেজাজের ঝড় দেখা গিয়েছে। এবার সেই ঝড়ের সঙ্গে অদ্ভূত কম্পনও দেখা যেতে শুরু করতে পারে বিশ্বের নানা প্রান্তে। এমনই দাবি সাম্প্রতিক গবেষণার।

গবেষণা কী বলছে?

গবেষণা কী বলছে?

গত ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভূ-পৃষ্ঠের কম্পন নিয়ে সমীক্ষা চালিয়েছে ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা গোষ্ঠী। সিসমোলজিস্ট ওয়েনিয়ুয়ান ফ্যানের তত্ত্বাবধানে চলছিল এই গবেষণা। আর সেখাান থেকেই উঠে আসে 'ঝড়কম্প' এর তত্ত্ব। যা আগামীদিনের বিশ্ব চাক্ষুষ করতে চলেছে।

 কিভাবে উঠে এলো এমন গবেষণার তত্ত্ব?

কিভাবে উঠে এলো এমন গবেষণার তত্ত্ব?

বেশ কয়েকবছর ধরে সমুদ্রপৃষ্ঠে কম্পনের মাত্রা দেখে বিভিন্ন রকমের তরঙ্গকে নিয়ে খতিয়ে দেখে গবেষণা গোষ্ঠীটি। যা বলে দিচ্ছে আগামীর বিশ্বেস আসতে পারে ঝড়ের সঙ্গে প্রবল কম্পন। শুধুমাত্র ভূপৃষ্ঠের ওপরেই নয়, প্রকৃতি এবার ভূত্বকের নিচেও তাণ্ডবের লীলা চালাতে চলেছে।

 কেমন হতে পারে 'ঝড়কম্প'?

কেমন হতে পারে 'ঝড়কম্প'?

গবেষকরা মনে করছেন, ঝড়কম্প একাধিক দিন ধরে চলতে পারে। একদিনে এই কম্পন অনুভূত হয়ে থেমে থাাকবে না। কম্পন চলতে পারে দিনের পর দিন। গবেষণায় উঠে এসেছে সর্বোচ্চ ৩.৫ কম্পনের মাত্রা নিয়ে এই ঝড় তাণ্ডব দেখাবে।

কিভাবে সংগঠিত হবে এমন ঝড়কম্প?

কিভাবে সংগঠিত হবে এমন ঝড়কম্প?

গবেষণা বলছে, হারিকেনের মতো ঘূর্ণিঝড় প্রথমে সমুদ্রে আছড়ে পড়তে পারে। তা সমুদ্রের তলকে প্রভাবিত করবে। এরপর সেই সমুদ্রতলের কম্পন তরঙ্গ ভূঅভ্যন্তরকেও স্পর্শ করতে পারে। ভূঅভ্যন্তরে সেই কম্পনের স্রোত পৌঁছে গেলেই শুরু হবে কম্পনের ঘনীভবন। যা ভূপৃষ্ঠে দোলাচল শুরু করতে পারে। ফলে দেখা দেবে ঝড়কম্প।

ঝড়কম্পের প্রমাণ

ঝড়কম্পের প্রমাণ

গবেষণাকদের দাবি, এযাৎকালে ছোটোখাটো ঝড়কম্প পৃথিবীতে দেখা গিয়েছে। ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের মধ্যে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে এমন ঝড়কম্পের স্বল্প মাত্রায় নমুনা। আর তারই বীভৎসতা আগামী দিনের বিশ্ব দেখতে পারে।

<strong>হঠাৎ আইআরসিটিসির ই-টিকিট বাতিল! কোন শ্রেণিতে কত চার্জ, একনজরে</strong>হঠাৎ আইআরসিটিসির ই-টিকিট বাতিল! কোন শ্রেণিতে কত চার্জ, একনজরে

English summary
Stormquakes discovered by Researchers, earthlike sesmic activity generated by storm .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X