বিদায়বেলাতেও ছাড়তে পারেননি হোয়াইট হাউসের মোহ ! ভাইরাল ভিডিওতে ফের হাসির খোরাক ট্রাম্প
জানুয়ারিতেই পাকাপাকি ভাবে আমেরিকার শাসনভার হাতে তুলে নিতে চলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ভোট পর্বের পর মাস খানেকের বেশি সময় কেটে গেলেও এখনও পরাজয় মনতে নারাজ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান শিবিরের প্রধানমুখ ডোনাল্ড ট্রাম্প। উল্টে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে এখনও আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে চলেছেন ট্রাম্প। এবার এই 'অদম্য জেদের’ কারণেই সোশ্যাল মিডিয়ায় ফের হাসির খোরাক হলেন ট্রাম্প।

বাইডেনের বিরুদ্ধে কারচুপির অভিযোগে সরব ট্রাম্প
প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে বাইডেনের ডেমোক্র্যাটিক শিবিরের কাছে কার্যত ধরাশায়ী হয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। যদিও তারপরেও জর্জিয়া, ক্যালিফোর্নিয়া সহ একাধিক রাজ্যে ভোট গণনায় বড়সড় কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প। এমনকী ভোটে প্রতারণার অভিযোগও তুলেছেন বাইডেনের বিরুদ্ধে।

ইতিমধ্যেই পুর্ননির্বাচনেরও দাবিতে সরব ট্রাম্প
পাশাপাশি ক্ষমতা ছাড়ার সময় আসন্ন হলেও এখনও হোয়াইট হাউসের মাটি কামড়ে পড়ে রয়েছেন ট্রাম্প। দাবি তুলেছেন পুর্ননির্বাচনেরও। এমনকী তা না হলেও আগামী নির্বাচনে বাইডেনকে দেখে নেওয়ারও হুমকী দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে তাঁর এই অনড় মনোভাবের কারণে আমেরিকার জনসাধারণের পাশাপাশি খোদ রিপাবলিকান শিবিরের কাছেও হাস্যাস্পদ হয়েছেন ট্রাম্প। যদিও দেশজোড়া বিতর্কের মুখে দাঁড়িয়ে ট্রাম্পকে পরজায় স্বীকার করার পরামর্শ দিয়ছেন তার পার্টির সদস্য, এমনকী পরিবার পরিজনেরাও।

ট্রাম্পের ভাইরাল ভিডিও ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়
যদিও সমালোচনার মুখে দাঁড়িয়েও এখনও নিজের দাবিতে অনড় ট্রাম্প। এবার তা নিয়েই ফের নেটিজেনদের তোপের মুখে পড়লেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের একটি ‘স্পুপ ভিডিওকে' ঘিরেই তুমুল হাসি মশকরা চলছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে চারজন লোক বলপূর্বক চেয়ার সমেত ট্রাম্পকে ঠেলতে ঠেলতে তাঁর অফিসের বাইরে নিয়ে যাচ্ছেন। যদিও সেই সময়েও নিজের দাবি সম্পর্কে অনর্গল যুক্তি দিয়ে চলেছেন ট্রাম্প।

১৯ হাজারেরও বেশি রিটুইট
এই ভিডিও দেখার পর হাসি চেপে রাখতে পারছেন না কেউই। টুইটারে আপলোডের পর মূহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ৬০ লক্ষেরও বেশিবার দেখা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ১৯ হাজারেরও বেশিবার রিট্যুইটও হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে ট্রাম্পের ঝুলিতে এসেছে ২৩২ টি ইলেকটোরাল কোলাজের ভোট, সেখানে মার্কিন রাজনীতির ইতিহাসে নতুন ইতিহাস গড়ে বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল কোলাজ ভোট।

দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই ভাইরাস, সতর্ক হতে হবে সরকারকে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের