For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাপলের এই কম্পিউটারের দাম ২.১ কোটি টাকা! নেই কোন অত্য়াধুনিক প্রযুক্তিই

একটি কম্পিউটার, তাতে নেই কোনও অত্য়াধুনিক প্রযুক্তি। আজকের দিনে কোনও কাজেই লাগবে না কম্পিউটারটি। অথচ, সেই কম্পিউটারটিরই দাম উঠতে পারে ২ কোটির উপরে।

Google Oneindia Bengali News

একটি কম্পিউটার, তাতে নেই কোনও অত্য়াধুনিক প্রযুক্তি। আজকের দিনে কোনও কাজেই লাগবে না কম্পিউটারটি। অথচ, সেই কম্পিউটারটিরই দাম উঠতে পারে ২ কোটির উপরে। একটাই কারণ, এটি একটি অরিজিনাল অ্যাপল-১ কম্পিউটার, ১৯৭৬ সালে তৈরি করেছিলেন স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াক। মেশিনটি আজও কার্যকর অবস্থায় রয়েছে।

 অ্যাপলের এই কম্পিউটারের দাম ২.১ কোটি টাকা! নেই কোন অত্য়াধুনিক প্রযুক্তিই

অ্যাপলের তৈরি প্রথম কম্পিউটার ছিল এই অ্যাপল-১ সিরিজের কম্পিউটারগুলি। পৃথিবীর একেবারে প্রথম যুগের পার্সোনাল কম্পিউটারগুলির মধ্যে একটি ছিল এই অ্যাপল-১ কম্পিউটার। সেই সিরিজের একটি কম্পিউটারই তোলা হচ্ছে নিলামে।

মডেলটি 'বাইট শপ স্টাইল অ্যাপল-১ নামে পরিচিত'। ক্যালিফোর্নিয়ার বাইট শপের জন্যই আলাদা করে ২০০টি এরকম কম্পিউটার তৈরি করেছিলেন জোবস ও ওজনিয়াক। নিলাম সংস্থা আরআর অকশন জানিয়েছে চলতি বছরের জুনে কম্পিউটারটিকে সারিয়ে কাজ করার মতো অবস্থায় আনা হয়। কম্পিউটারটি রিস্টোর করার দায়িত্বে ছিলেন অ্যাপল-১ কম্পিউটার বিশেষজ্ঞ কোরি কোহেন।

 অ্যাপলের এই কম্পিউটারের দাম ২.১ কোটি টাকা! নেই কোন অত্য়াধুনিক প্রযুক্তিই

কোহেন কম্পিউটারটির একটি কন্ডিশন রিপোর্টও দিয়েছেন। তাঁর মতে এটি এখনও ১০ ও ৮.৫ নম্বর পাওয়ার মতো অবস্থায় আছে। তাঁর পরীক্ষায় টানা ৮ ঘন্টা সফল ভাবে চলেছে কাজটি। তিনি জানিয়েছেন এই মেশিনটি দেখলে বোঝা যায় সেই সময়ও অ্যাপল সংস্থার হাতে পৃথিবীতে তৈরি অন্যতম সেরা মেশিন ছিল। আজকের দিনে এই কম্পিউটারটি হয়ত কারোর কাজে লাগবে না, কিন্তু সংগ্রাহকদের জন্য এটি অবশ্যই একটি বিরল সংযোজন।

English summary
An original rare Apple computer made by Steve Jobes will soon be up for auction. It is expected to fetch a handsome price close to Rs 2.1 crore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X