For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার হোয়াইট হাউজের ‘চিফ স্ট্র্যাটেজিস্ট’ স্টিভ ব্যাননকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের পৃষ্ঠপোষক বলে পরিচিত মি. ব্যানন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বাচনে জিতিয়ে আনার অন্যতম কারিগর। তার জন্যই চিফ স্ট্র্যাটেজিস্ট পদটি সৃষ্টি করা হয়।

  • By Bbc Bengali

স্টিভ ব্যানন
Getty Images
স্টিভ ব্যানন

ট্রাম্প প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের বরখাস্তের তালিকায় এবার যুক্ত হল স্টিভ ব্যাননের নাম।

হোয়াইট হাউজে শুক্রবারই যে ছিল তার শেষ দিন, সেকথা নিশ্চিত করেছেন প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স।

চিফ অব স্টাফ জন কেলির সাথে আলোচনার পরই প্রেসিডেন্টের 'চিফ স্ট্র্যাটেজিস্ট' পদটি ছাড়তে হল মি. ব্যাননকে।

শার্লটসভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের মিছিলে কিছু 'ভাল মানুষও' ছিল, এমন বক্তব্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যখন বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন, সেই প্রেক্ষাপটে চাকরী হারালেন মি. ব্যানন।

অথচ ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প ডানপন্থী জাতীয়তাবাদী ব্যাননের জন্যেই এই পদটি সৃষ্টি করেছিলেন।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় 'আমেরিকা ফার্স্ট' দর্শনকে একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাবার ক্ষেত্রে এই গোল্ডম্যান স্যাশ ইনভেস্টমেন্ট ব্যাংকার ব্যাননের বড় ভূমিকা ছিল।

ট্রাম্পের জয়ের অন্যতম কারিগর বলেও মনে করা হয় মি. ব্যাননকে।

কিন্তু সমালোচকদের অভিযোগ ছিল যে, ব্যানন এন্টি-সেমেটিক এবং শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের পৃষ্ঠপোষকতা করছেন।

তিনি হোয়াইট হাউজের অন্য পরামর্শক এবং ট্রাম্প পরিবারের সাথেও দ্বন্দ্বে জড়িয়েছিলেন বলে শোনা যায়।

রিপাবলিকান দলের কয়েকজনের সাথেও তৈরি হয়েছিল শত্রুতা।

সেই সাথে মতে মিলছিলোনা হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তা ম্যাক মাস্টার এবং জেনারেল কেলির সাথেও।

প্রেসিডেন্টের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের উপদেষ্টা গ্যারি কোন, কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জ্যারেড কুশনারও মি. ব্যাননকে কিছু ক্ষেত্রে হুমকি হিসেবে বিবেচনা করছিলেন।

উগ্র ডানপন্থী সংবাদমাধ্যম ব্রাইবার্ট নিউজের সাবেক প্রধান ব্যানন তার পুরনো কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছেন জানিয়ে বলেছেন, তিনি বরাবরের মতোই ট্রাম্পের পক্ষে থেকে তার রাজনীতি, বাণিজ্য আর সংবাদমাধ্যমের শত্রুদের মোকাবিলা করবেন।

ব্যাননের চলে যাবার মধ্য দিয়ে হোয়াইট হাউজের অস্থিতিশীলতা আরও প্রকট হল।

এর আগে কেবল জুলাই মাসেই ট্রাম্প প্রশাসন থেকে চলে যেতে হয় যোগাযোগ উপদেষ্টা অ্যান্থনি স্কারামুচি, চিফ অফ স্টাফ রায়ান্স প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসারকে।

আর বছরের শুরুতে চাকরি হারান এফবিআই ডিরেক্টর জেমস কোমি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন।

সম্পর্কিত খবর:

পদচ্যুত হলেন ট্রাম্পের গণমাধ্যম প্রধান অ্যান্থনি স্কারামুচি

চিফ অব স্টাফ বদলালেন ট্রাম্প, জানালেন টুইট করে

হোয়াইট হাউজ মুখপাত্র শন স্পাইসারের পদত্যাগ

এফবিআই প্রধানকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগ

English summary
Steve Bannon vows to 'go to war' for Trump agenda after sacking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X