For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয়ঙ্কর, ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে মৃত্যু ১২৭ জনের

Google Oneindia Bengali News

ইন্দোনেশিয়ার ১২৭ জন মানুষ পদদলিত হয়ে মারা গেলেন। ঘটনায় ১৮০ জন মারা গেলেন। ঘটনা ঘটেছে একটি ফুটবল ম্যাচে। ইস্ট জাভার মাঠে এই ঘটনা ঘটে। আরিমা এফসি এবং পেরেসাবায়া এফসি'র মধ্যে এই ম্যাচের পরে এই ঘটনা ঘটে।

ভয়ঙ্কর, ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে মৃত্যু ১২৭ জনের

দুই দলের সমর্থকরা মারামারি শুরু করে দেন। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। শেষে ফাটাতে হয় টিয়ার সেল। অনেকে আহত হন, তার সঙ্গে অনেকে টিয়ার গ্যাসের সেলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফটিনা বলেন, আমরা দেখেছি যে মানুষ আচমকাই মাঠে নেমে পড়েন। তারপরেই শুরু হয়ে যায় মারামারি।

ফুটবল অ্যাসোসিয়েশন অফ ইন্দোনেশিয়া বলেছে, ওই ম্যাচের পরে ইন্দোনেশিয়ার সবথেকে বড় ফুটবল লিগের সমস্ত ম্যাচ আগামী এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ম্যাচে জিতেছিল পেরেসেবায়া। তারা ম্যাচ জিতেছিল ৩-২ ব্যাবধানে।

এর আগেও ইন্দোনেশিয়ায় এমন ফুটবল ম্যাচকে ঘিরে একাধিক এমন মারা দাঙ্গার ঘটনা ঘটেছে। দুই ক্লাবের সমর্থকরা। মুহূর্তের মধ্যে তা বড় আকার ধারন করেছে একাধিকবার। পুলিশ প্রত্যেকবারই ঘটনা সামলাতে হিমশিম খেয়েছে। এবারও একই ঘটনা ঘটল।

ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ইন্দোনেশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৪ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।

এই সংস্থাটি ইন্দোনেশিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা ১, লিগা ২ এবং ইন্দোনেশীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মোচামাদ ইরিয়াওয়ান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইউনুস নুসি।

ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ল্যাটিন ইন্ডাস থেকে ইন্দোনেশিয়া শব্দটি এসেছে। ল্যাটিন শব্দটির অর্থ দাঁড়ায় দ্বীপ। ডাচ উপনিবেশের কারণে তাদের দেয়া নামটি ওই অঞ্চলের জন্য প্রচলিত হয়। ১৯০০ সাল থেকে জায়গাটি ইন্দোনেশিয়া নামে পরিচিতি পায়। প্রায় ৫,০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর রাজধানীর নাম জাকার্তা।

দেশটিতে মানুষ বসতির ইতিহাস বিশ্বের সবচেয়ে পুরনো। যাদের বলা হয় জাভাম্যান। তবে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে তাইওয়ান থেকে একটি মানব প্রবাহের ধারা ইন্দোনেশিয়ায় যায় খ্রিষ্টজন্মের দুই হাজার বছর আগে। তারা আদিবাসীদের ধীরে ধীরে আরো পূর্ব দিকে নিয়ে যায়। প্রথম শতাব্দীতে সভ্যতার বিস্তার ঘটে।

ইউক্রনে বিশাল হামলা রুশ সেনার, ১১ শিশু সহ মৃত ২৪ ইউক্রনে বিশাল হামলা রুশ সেনার, ১১ শিশু সহ মৃত ২৪

English summary
stampede case occurred in Indonesia football league
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X