For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চরম সংকটে শ্রীলঙ্কা! অনিশ্চিত অর্থনীতিতে ফুরিয়েছে পেট্রোল, বললেন প্রধানমন্ত্রী বিক্রমসিংঘে

দিনে দিনে শ্রীলঙ্কার (Srilanka) পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে (ranil Wickremesinghe) বলেছেন, দ্বীপরাষ্ট্রের অর্থনীতি অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে। অন্যদিকে নগদ আর্থিক সংকটে থাকা

  • |
Google Oneindia Bengali News

দিনে দিনে শ্রীলঙ্কার (Srilanka) পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে (ranil Wickremesinghe) বলেছেন, দ্বীপরাষ্ট্রের অর্থনীতি অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে। অন্যদিকে নগদ আর্থিক সংকটে থাকা ওই দেশে পেট্রোল (petrol) ফুরিয়েছে।

চরম সংকটে শ্রীলঙ্কা! অনিশ্চিত অর্থনীতিতে ফুরিয়েছে পেট্রোল, বললেন প্রধানমন্ত্রী বিক্রমসিংঘে

এদিন প্রধানমন্ত্রী বিক্রমসিংঘে বলেছেন, দেশে পেট্রোল ফুরিয়েছে। দেশ দেউলিয়া হওয়ার জেরে আগামী মাসগুলিতে দেশবাসীকে আরও কষ্টের মধ্যে পড়তে হতে পারে। কলম্বোয় তিনি বলেছেন, বর্তমানে শ্রীলঙ্কার অর্থনীতি অত্যন্ত অনিশ্চিত। পূর্বতন সরকার বাজেটে ২.৩ ট্রিলিয়ন রাজস্বের কথা বললেন বাস্তবে তা ১.৬ ট্রিলিয়ন বলেও মন্তব্য করেছেন তিনি।
এর আগে দেশের প্রবল বিক্ষোভের মধ্যে পড়ে, গত সপ্তাহের মাহিন্দা রাজাপক্ষে বিক্রমসিংঘেকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। পাশাপাশি দেশের সংকটের সমাধানের পথ খুঁজতে সব রাজনৈতিকগলকে নিয়ে জাতীয় কাউন্সিল গঠনের প্রস্তাবও তিনি করেছিলেন। অন্যদিকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সকে বেসরকারিকরণের প্রস্তাবও তিনি দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ১৪ টি প্রয়োজনীয় ওষুধের ঘাটতি তৈরি হয়েছিল। অন্যদিকে মুদ্রাস্ফীতি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকলেও বেতন ও প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য মুদ্রা ছাপানোর কাজ চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছিলেন। তিনি বলেছেন, ভারতের ক্রেডিট লাইন ব্যবহার করেও পেট্রোল ও ডিজেলের সংকট রয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৯-এর নভেম্বরে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার সঞ্চয় ছিল ৭.৫ বিলিয়ন ডলার। কিন্তু এখন ট্রেজারিতে ১ মিলিয়ন ডলার খুঁজে পাওয়া চ্যালেঞ্জের। পরিস্থিতি এমনই যে গ্যাস আমদানির জন্য প্রয়োজনীয় ৫ মিলিয়ন ডলার সংগ্রহ করাও কঠিন কাজ।

আলু-সবজির দাম বাড়লেও পেঁয়াজ অন্য রাজ্যের মতেই! দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণ নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরআলু-সবজির দাম বাড়লেও পেঁয়াজ অন্য রাজ্যের মতেই! দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণ নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

English summary
Srilankan PM Ranil Wickremesinghe says his country is out of petrol and economy in a precarious condition.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X