For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টার সানডে হামলার পুনরাবৃত্তির ছক কষেছিল জঙ্গিরা! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ শ্রীলঙ্কার

Google Oneindia Bengali News

গত বছরের ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণে নিহত হয়েছিলেন অন্তত ২৫৮ জন। ওই হামলার ক্ষত এখনও তাড়া করে বেড়ায় লঙ্কানদের। এরই মধ্যে সেদেশের গোয়েন্দারা আরও আতঙ্কের কথা শোনাল। ২১ এপ্রিলের সেই ভয়াবহ দুঃস্বপ্নের দিনটির পুনরাবৃত্তি করতে চেয়েছিল জঙ্গিরা।

শ্রীলঙ্কায় ইস্টারসানডে হামলার পুনরাবৃত্তির ছক কষেছিল জঙ্গিরা

প্রসঙ্গত, গত বছরের মতো এবারের ইস্টার সানডেও বিষণ্ণ কেটেছে শ্রীলঙ্কার। গত বছরের ভয়াবহ অভিজ্ঞতা আর এ বছর লকডাউনের জন্য বাড়িতেই ইস্টার সানডে পালন করলেন শ্রীলঙ্কাবাসী।

জঙ্গিদের নিশানায় সে দিন ছিল তিনটি গির্জা। পাশাপাশি কলম্বোর একাধিক পাঁচতারা হোটেলেও হামলা চালানো হয়েছিল। মারা গিয়েছিলেন কমপক্ষে আড়াইশো জন। আহত হন পাঁচশোরও বেশি। ইস্টার সানডে তাই আর আনন্দের নেই শ্রীলঙ্কায়। এ বছর আবার তার সঙ্গে রয়েছে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কাও।

এদিকে গত বছরের ইস্টার সানডেতে যারা আত্মঘাতি হামলা চালিয়েছে তাদের ক্ষমা করার কথা বলে শ্রীলঙ্কার ক্যথলিক চার্চ। তবে সেই ক্ষমা দানের পরও যেভাবে ফের জঙ্গি হামবার ছকের কথআ উঠে এল তাতে আতঙ্কিত সেদেশের সাধারণ জনগণ।

গত বছরের সেই হামলার বিষয়ে গোয়েন্দা তথ্যকে আমলে না নেয়ার দায়ে সে সময়ের পুলিশ প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেক্রেটারির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল। এছাড়া বোমা হামলায় জড়িত সন্দেহে চরমপন্থী গ্রুপ ন্যাশনাল তহহিদ জামাত গ্রুপের ১৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন করা হয়নি।

English summary
srilankan intelligence revealed that terrorist planned on repeating easter sunday attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X