For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Srilanka Crisis: কার হাতে থাকবে দ্বীপরাষ্ট্রের রাশ? বিপুল ভোট জয়ী বিক্রমসিংহে

Srilanka Crisis: কার হাতে থাকবে দ্বীপরাষ্ট্রের রাশ, বিপুল ভোট জয়ী বিক্রমসিংহে

Google Oneindia Bengali News

রনিল বিক্রমসিংহের উপরেই ভরসা রাখলেন দেশের মানুষ। শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি িনর্বাচনে বিপুল ভোটে জয়ী রনিল বিক্রমসিংহে। দেশের অস্থির পরিস্থিতিতে তিনি প্রথম এগিয়ে এসে হাল ধরেছিলেন।

জয়ী বিক্রমসিংহে

জয়ী বিক্রমসিংহে

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন রনিল বিক্রম সিংহে। সংকট পূর্ণ পরিস্থিতিতে রয়েছে দেশ। এই মুহুর্তে যোগ্য নেতৃত্ব দিতে কার উপর ভরসা রাখা হবে সেটাই ছিল বড় প্রশ্ন। দেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি পদে ছিলেন রনিল বিক্রমসিংহে। কিন্তু দেশের যা হাল তাতে পাকাপোক্ত েনতা জরুির। যিিন কড়া হাতে পরিস্থিতি সামাল িদতে পারবেন। আর সেই কাজে একমাত্র অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে রনিল বিক্রমসিংহের। শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির েনতা বিক্রমসিংহে।

কত ভোটে জিতলেন বিক্রমসিংহে

কত ভোটে জিতলেন বিক্রমসিংহে

গোতাবায়া রাজাপাক্ষে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পদত্যাগ করেন রাষ্ট্রপতি পদ থেকে। তারপরেই বিক্রমসিংহে কার্যনির্বাহী রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেন এবং রাষ্ট্রপতি পদে িনর্বাচন ঘোষণা করেন। তাতে নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলা আলাপ্পেরুমাকে হারিয়ে তিিন জয়ী হন। সংসদের ভোটাভুটিতে ১৩৪টি ভোট পেয়েছেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমসিংহে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৮৪টি ভোট। আর অরুন দেশনায়কা পেয়েছেন মাত্র ৩টি ভোট।

বড় চ্যালেঞ্জ বিক্রমসিংহের

বড় চ্যালেঞ্জ বিক্রমসিংহের

রাষ্ট্রপতি পদে িনর্বাচিত হয়ে জয়োল্লাসের কিছু করে উঠতে পারেননি বিক্রম সিংহে। উল্টে তিনি বলেছেন তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ। আনন্ত করার সময় েনই। যে তীব্র অর্থসংকট তৈরি হয়েছে দেশে তার থেকে কীভাবে মুক্ত হওয়ায় যায় তার পথ তৈরি করতে হবে। দেশে শান্তি এবং সুশাসন স্তাপন করা আরও বড় চ্যালেঞ্জ বিক্রম সিংহের কারণ রাজাপাক্ষের শাসনের অবসানের পর চরম অরাজকতা চলছে দেশে। যাকে বলে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে দ্বীপরাষ্ট্র। একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। লুঠ, রাষ্ট্রপতির প্রাসাদ দখলের মত ঘটনা ঘটছে শ্রীলঙ্কায়।

পলাতক রাজাপাক্ষে

পলাতক রাজাপাক্ষে

দুই ভাই দেশ ছাড়া। মাহেন্দ্র রাজাপাক্ষে কোথায় রয়েছেন কেউ জানেন না। অন্যদিকে রাষ্ট্রপতি গোয়াবায়া রাজাপাক্ষে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সিঙ্গাপুরে। প্রথমে আমেরিকায় যেতে চেয়েছিলেন তিিন। কিন্তু মার্কিন সরকার তাঁকে আসার অনুমতি দেয়নি। শেষে স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে তিিন মল দ্বীপে পাড়ি দেন। কিন্তু সেখানেও শ্রীলঙ্কানদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। শেষে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে গোতাবায়া সিঙ্গাপুরে গিয়েছেন বলে জানা গিয়েছে।

English summary
Srilanka Crisis: Ranil Wickremesinghe is elected New President of Sri Lanka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X