For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলংকা: কলম্বোয় প্রেসিডেন্টের বাড়ির ভেতর বিক্ষুব্ধ জনতা, রাজাপাকশাকে 'নিরাপদ স্থানে' নেয়া হয়েছে

রাজধানী কলম্বোতে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জোর করে প্রেসিডেন্ট রাজাপাকশার বাসভবনে ঢুকে পড়ার পর সেনাবাহিনী তাকে ‘নিরাপদ’ জায়গায় সরিয়ে নিয়েছে।

  • By Bbc Bengali

প্রেসিডেন্ট রাকাপাকশার বাসভবন চত্বরের ভেতর বিক্ষুব্ধ জনতা
Getty Images
প্রেসিডেন্ট রাকাপাকশার বাসভবন চত্বরের ভেতর বিক্ষুব্ধ জনতা

শ্রীলংকায় গত কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ শনিবার বিপজ্জনক মোড় নেয় যখন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জোর করে কলম্বোতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশার বাসভবনে ঢুকে পড়ে।

বিক্ষোভকারীদের নিরস্ত করতে কাঁদানে গ্যাসের পাশাপাশি পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে, কিন্তু তাদের ঠেকানো সম্ভব হয়নি।

বিভিন্ন খবরে জানা গেছে, প্রেসিডেন্টকে অজ্ঞাত কোন নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

"প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে," প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তাতে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। "তিনি এখনও দেশের প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর একটি ইউনিট তাকে নিরাপত্তা দিচ্ছে।"

শ্রীলংকায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে খাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রচণ্ড টান পড়ায় জ্বালানি তেল, খাদ্য এবং ওষুধ পর্যন্ত আমদানি করতে পারছে না সরকার।

এরই প্রেক্ষাপটে, সরকারের বিরুদ্ধে 'আর্থিক অব্যবস্থাপনার' অভিযোগে গত কয়েকমাস ধরে শ্রীলংকার সর্বস্তরের মানুষ বিক্ষোভ করছে।

কিন্তু শনিবার পরিস্থিতি চরম আকার নেয় যখন সারা দেশ থেকে হাজার হাজার মানুষ কলম্বোতে এসে শহরের যে এলাকায় সরকারি অফিস-আদালত এবং মন্ত্রী কর্মকর্তাদের বাসভবন রয়েছে সেখানে ঢুকে পড়ে।

এক পর্যায়ে, 'গোটা গো হোম' (গোটা বাড়িতে চলে যাও) স্লোগান দিতে দিতে অনেক মানুষ জোর করে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে।

English summary
Sri Lanka: Protesters inside President's house in Colombo, Rajapaksa taken to 'safe place'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X