For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কায় হামলায় মৃত বেড়ে ৩৫৯, হামলা ঠিক দুই ঘণ্টা আগে সতর্ক করেছিল ভারত

ইস্টারের দিন শ্রীলঙ্কায় জঙ্গি হানার ঘটনায় মৃত বেড়ে হয়েছে ৩৫৯ জন। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা নিয়ে অনেকেই সন্দিহান।

  • |
Google Oneindia Bengali News

ইস্টারের দিন শ্রীলঙ্কায় জঙ্গি হানার ঘটনায় মৃত বেড়ে হয়েছে ৩৫৯ জন। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা নিয়ে অনেকেই সন্দিহান। এরই মধ্যে উঠে এসেছে যে ভারত হামলার দুই ঘণ্টা আগেও শ্রীলঙ্কা সরকারকে ইনপুট পাঠায় যে জঙ্গি হামলা হতে পারে তাদের দেশে।

শ্রীলঙ্কায় হামলায় মৃত বেড়ে ৩৫৯

ভারত বারবার সেই সপ্তাহে এবং হামলার দিন শ্রীলঙ্কা সরকারকে ইনপুট পাঠিয়েছিল। ভারতে আইএসআইএস এক সন্দেহভাজন গ্রেফতারের পর তার কাছ থেকে পাওয়া ইনপুটের ওপরে ভিত্তি করেই ভারত সতর্ক করেছিল শ্রীলঙ্কা সরকারকে। তবে ইন্টেলিজেন্সের ব্যর্থতায় তা আটকানো সম্ভব হয়নি।

সন্দেহভাজন জানিয়েছিল, শ্রীলঙ্কায় কীভাবে হামলাকারীকে ট্রেনিং দেওয়া হয়। আইএস মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে জাহরান হাশিম নামে একজনকে দেখা গিয়েছে। যার মাধ্যমে হামলা চলেছে বলে আইএস স্বীকার করেছে।

আইএসের মুখপত্র আল আমাকে বলা হয়েছে, শ্রীলঙ্কায় খ্রিস্টানদের ওপরে যে হামলা চলেছে তা আইএসের যোদ্ধারা চালিয়েছে। শ্রীলঙ্কা সরকারও ইন্টেলিজেন্সের খামতির কথা স্বীকার করে নিয়েছে। নিউজিল্যান্ডে মসজিদে হামলার পাল্টা হিসাবে যে শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে, সেই কথাও বলা হয়েছে।

English summary
Sri Lanka attack : Death toll rises to 359, India sent alert two hours prior to attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X