For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে শিশুদের জন্য তৈরি হচ্ছে অভিনব মন্দির

ভারতের রাজস্থান রাজ্যে শিশুদের জন্য তৈরি হচ্ছে অভিনব মন্দির, যেখানে শিশুদের মূর্তি থাকবে, পুজোও হবে শিশুদেরই। যেখানে মূলমন্ত্র হবে শিশু সুরক্ষা আর শিশু অধিকার।

  • By Bbc Bengali

ভারতের রাজস্থান রাজ্যে শিশুদের জন্য তৈরি হচ্ছে অভিনব মন্দির।

ভারতে নানা হিন্দু দেবদেবীর মন্দির নির্মাণ নিয়ে বিতর্ক বহুদিনের। কিন্তু রাজস্থানে এবার সম্পূর্ণ অন্য ধরণের এক মন্দির তৈরি হতে চলেছে।

সেখানে শিশুদের মূর্তি থাকবে, পুজোও হবে শিশুদেরই।

আদিবাসী অধ্যুষিত বাঁসওয়ারা জেলায় এমনই এক অভিনব মন্দির তৈরি করা হচ্ছে, যেখানে মূলমন্ত্র হবে শিশু সুরক্ষা আর শিশু অধিকার।

সোমবার রাজস্থানের শিশু অধিকার সুরক্ষা কমিশন জানিয়েছে, মন্দির তৈরির প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে। দ্রুতই মন্দির তৈরির কাজ শুরু হবে।

কমিশনের চেয়ারপার্সন মানন চতুর্বেদী জানিয়েছেন, শিশু সুরক্ষার এই মন্দিরে পুজোর জন্য আলাদা মন্ত্র লেখা হচ্ছে।

আরো পড়ুন: ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে ব্লগার গ্রেপ্তার

কঠোর নিরাপত্তায় আজ শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব

শিক্ষকরা কেন বসেছিলেন আমরণ অনশনে

'হনুমান চলিশা'র ধাঁচে 'বাল-চলিশা' খোদাই করা থাকবে মন্দিরের দেওয়ালে - যেখানে শিশুদের অধিকার গুলো লেখা হবে।

সেই মন্ত্রে লেখা থাকবে কেন বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়া দরকার, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত বাবা-মায়েদের, সেই সব বিধান।

পুজোর প্রসাদ হিসাবে দেওয়া হবে একেকটি ছোট পুস্তিকা, যেখানে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা সহ সংবিধান স্বীকৃত অধিকারগুলো লেখা থাকবে।

আর কোথাও যদি শিশুদের ওপরে অত্যাচার হয়, বা তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, সেগুলো আধিকারিকদের জানানোর জন্য থাকবে একটি অভিযোগ বাক্স।

পরিকল্পনাটা যার, বাঁসওয়ারার সেই সংসদ সদস্য মানশঙ্কর নিনামা বিবিসি বাংলাকে বলছিলেন, "পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকা বাঁসওয়ারা তো বটেই, সারা দেশেই শিশুদের নিয়ে সচেতনতার অভাব রয়েছে।

বাবা মায়েরা অনেক সময়ে রোজগারের জন্য বাধ্য হন শিশুদের অবহেলা করতে। ফলে তারা অপুষ্টিতে ভোগে। কিন্তু সামান্য উদ্যোগ নিলেই এসব দূর করা যায়। দরকার সচেতনতার।"

মিঃ নিনামা জানিয়েছেন, এই মন্দিরে হিন্দু দেবদেবীদের সঙ্গেই শিশুদের মূর্তি থাকবে। ভারতের বিভিন্ন রাজ্যের শিশুদের ওই মূর্তিগুলোতে সেখানকার পরম্পরাগত পোশাক পরানো হবে।

শিশুদের একটা দলও তৈরি হবে - যারা মন্দিরের বাইরে ঘরে ঘরে গিয়ে প্রচার করবে শিশু সুরক্ষা আর শিশু অধিকারের সারমর্ম।

ভারতে শিশু সুরক্ষা অধিকার বা শিশুদের শিক্ষার অধিকার সংবিধান স্বীকৃত। সেই হিসাবে সব রাজ্যেই শিশুদের সুরক্ষা কমিশনও তৈরি হয়েছে।

কিন্তু এখনও নিয়মিত অপ্রাপ্তবয়স্ক শিশুদের বেআইনিভাবে নানা ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়।

English summary
Special Temple is being made in India for children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X