For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পেনে জঙ্গিদের দ্বিতীয় হামলায় আহত ৭ ,পাল্টা জঙ্গি দমনে নিকেশ ৪ সন্দেহভাজন

স্পেনের বার্সেলোনায় আইএস জঙ্গি হামলার পরপরই পাল্টা জঙ্গি জমন অভিযান চালায় সেখানের পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

স্পেনের বার্সেলোনায় আইএস জঙ্গি হামলার পরপরই পাল্টা জঙ্গি জমন অভিযান চালায় সেখানের পুলিশ। দক্ষিণ বার্সেলোনার ক্যামব্রিলসে অভিযান চালিয়ে ৪ জন সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করে স্প্যানিশ পুলিশ। ঘটনায় আহত আরও এক জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। এর আগে, ক্যামব্রিলসে দ্বিতীয়বার একই কায়দায় গাড়ি নিয় আক্রমণ শানাতে যায় জঙ্গিরা, তখনই তাদের রোখবার জন্য পাল্টা হামলা চালায় পুলিশ। ঘটনায় আহত হয়েছেন ৬ জন, ও এক পুলিশ কর্মী।

এদিকে,স্পেনের প্রাইমমিনিস্টার ম্যারিয়ানো রাজয় জানিয়েছেন স্পেনের ভ্যান হামলা একটি জিহাদি ধাঁচের সন্ত্রাসবাদ। পাশপাশি তিনি এই ধরণের সন্ত্রাসবাদকে বিশ্বের কাছে হুমকি বলে মনে করেন। এই সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বকে একজোট হওয়ার ডাক দিয়েছেন স্পেনের প্রাইমমিনিস্টার।

স্পেনে আইএস হামলার পাল্টা জঙ্গি দমনে নিকেশ ৪ সন্দেহভাজন

এর আগে, বার্সেলোনার সিটি সেন্টার লা রাম্বলাসের জনবহুল এলাকায় একটি ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় কমপক্ষে ১৩ জনের। আহত হন কমপক্ষে ১০০ জন। জানা গিয়েছে প্রথমে ওই ভ্যানটি রাস্তার পথ চলতি মানুষকে পিষে দিয়ে যায়, পরে সেখানে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা।

English summary
Spanish police said they had shot dead "four suspected terrorists" and left another injured in Cambrils, a city south of Barcelona where a van mowed into pedestrians on Thursday, killing 13 people.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X