মহাকাশ ভ্রমণ! ৪ মহাকাশচারীকে নিয়ে স্পেস স্টেশনে পাড়ি দিল স্পেস-এক্স, নাসার প্রথম উদ্যোগ
মহাকাশ ঘুরতে যেতে যান। অসম্ভবকে সম্ভব করে তুলেছে নাসা। আজই প্রথম ৪ মহাকাশ পর্যটককে নিয়ে স্পেশ স্টেশনের পথে পাড়ি দিল নাসার স্পেস-এক্স মহাকাশ যান। ফ্লোরিডার কেনেিড স্পেস সেন্টার থেকে পাড়ি দিয়েছে নাসার এই পর্যটন মহাকাশ যান। সাড়ে সাতাশ ঘণ্টার সফরের পর পৃথিবীর কক্ষপথে পৌঁছবে স্পেশ এক্সটি। তারপর সেটি পৌঁছে যাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানে ৬ মাস থাকার সুযোগ পাবেন এই চার পর্যটক মহাকাশচারী।

ইলিয়ন মাস্কে রকেট কোম্বানির তৈরি স্পেস এক্স। ড্রাগন ক্রু নামে রকেটটি পাড়ি দিয়েছে মহাকাশে। প্রতিদিন চলবে এই স্পেস-এক্স। এই প্রথম মহাকাশচারীদের নিয়ে বাণিজ্যিকভাবে কোনও রকেট পাড়ি দিচ্ছে মহাকাশে। আগামী ১৫ মাস ৭িট ড্রাগন ক্রু পাড়ি দেবে মহাকাশে। প্রত্যেকটি ফ্লাইটেই থাকবেন মহাকাশচারীরা। পরের যানটি পাড়ি দেবে ২০২১ সালের মার্চে।
আমেরিকার মাটি থেকে প্রথম বাণিজ্যিক উদ্যোকে স্পেস রকেট চালু করতে পেরে গর্বিত সংস্থা। এমনই দাবি করেছে সংস্থাটি। এই উদ্যোগে মহাকাশের পর্যটনেও নতুন দিশা খুলবে বলে মনে করছে সংস্থাটি। গত কয়েক মাস ধরেই বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক স্পেস রকেট সফর শুরু করার উদ্যোগ শুরু হয়েছে।