For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদের প্রথম পর্যটক কে ! কবে জানাতে চলেছে স্পেস এক্স, জানুন

মহাকাশ পর্যটনের আঙিনায় এক বড়সড় সাফল্যের দরজা খুলে দিল স্পেস এক্স। বিগ ফ্যালকন রকেটের মাধ্যমে মাহাশূণ্যে পর্যটনের যে ঘোষণা বছর খানেক আগে করেছিল স্পেস এক্স, সেই ঘোষণাই এবার বাস্তব রূপ পেতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

মহাকাশ পর্যটনের আঙিনায় এক বড়সড় সাফল্যের দরজা খুলে দিল স্পেস এক্স। বিগ ফ্যালকন রকেটের মাধ্যমে মাহাশূণ্যে পর্যটনের যে ঘোষণা বছর খানেক আগে করেছিল স্পেস এক্স, সেই ঘোষণাই এবার বাস্তব রূপ পেতে চলেছে।

চাঁদের প্রথম পর্যটক কে ! কবে জানাতে চলেছে স্পেস এক্স, জানুন

এলন মাস্ক -এর পর্যটন বিষয়ক সংস্থা সোমবার ঘোষণা করবে যে, পৃথিবী থেকে প্রথম পর্যটক হিসাবে তারা কাকে চাঁদে নিয়ে যেতে চলেছে। এই পর্যটকের নাম ঘিরে রীতিমত কৌতূহল তৈরি হয়েছে বিশ্বজুড়ে। উল্লেখ্য, শুধু এই পর্যটকের নামই নয়, কেন তিনি চাঁদে বেড়াতে যেতে চাইছেন তাও ঘোষণা করতে চলেছে সংস্থা।

অনেকেই প্রশ্ন তুলেছেন যে , এই চাঁদের দেশে পাড়ি দিতে চলা পর্যটক স্পেসএক্সের মালিক এলন মাস্ক নন তো! এমন প্রশ্ন প্রায়ই ঘোরাপেরা করছে টুইটার জুড়ে। তবে এই প্রশ্নের উত্তরে একটি টুইটে কিছুটা রহস্য তৈরি করে ছেন এল মাস্ক।

জল্পনা রয়েছে, সফ্ট ব্যাঙ্কের সিইও মাসাওসি সন সম্ভবত হতে চলেছেন চাঁদের প্রথম পর্যটক। আর এলন মাস্কের টুইটে জাপানের পাতাকার ছবি থাকায় সেই জল্পনা আরও উস্কে গিয়েছে।

English summary
On Monday, the Elon Musk-owned space transportation company will announce the identity of a person it says will pay for a trip around the moon on a yet-to-be-developed rocket, according to The Los Angeles Times.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X