For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীঘা-মন্দারমণি অনেক হল এবার গাড়ি নিয়ে সোজা মঙ্গলে, স্বপ্ন না বাস্তব পরিস্কার হবে আজ

২০ তলা বাড়ির সমান উঁচু এই ফ্যালকন হেভি রকেট। রয়েছে ২৭টি ইঞ্জিন। এই রকেটের একদম উপরের দিকে থাকবে 'রোডস্টার' গাড়ি। এলন মাস্ক জানিয়েছেন, গাড়িতে একজন ডামি ড্রাইভারও রাখা হয়েছে।

Google Oneindia Bengali News

গাড়ি নিয়ে সোজা মহাকাশে ড্রাইভ! ভয় পাবেন না বা আজগুবি বলে উড়িয়েও দেবেন না। এমন দিন আর দূরে নয়। সে কথা বছর আগেই রীতিমতো দাবি করে ঘোষণা করে দিয়েছেন এলন মাস্ক। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বেসরকারি মহাকাশ ব্যবসায়ী। যিনি স্পেস এক্স নামে একটি মহাকাশ ব্যবসার সংস্থাও খুলে ফেলেছেন বহু বছর ধরে। যাদের লক্ষ মহাকাশ পর্যটন এবং মহাকাশ থেকে শুরু করে গ্রহ-উপগ্রহে রকেটে ভরে মানুষ পাঠানো। এই পদক্ষেপের প্রাথমিক পর্বে রয়েছে মহাকাশে গাড়ি পাঠানো।

চন্দ্র-সূর্য-গ্রহ-তারা-র মাঝে গাড়ি নিয়ে লং-ড্রাইভ

আর সেই কাজ ৬ ফেব্রুয়ারি শুরু করে দিচ্ছেন এলন মাস্ক। 'ফ্যালকন হেভি' রকেটের সাহায্যে এই গাড়ি মহাকাশে পাঠাচ্ছেন তিনি। দৈত্যকার এই রকেটেরও এদিন অগ্নিপরীক্ষা। কারণ, এত শক্তিশালী রকেটে এর আগে কখনও তৈরি হয়নি। এমনকী, এলন মাস্ক-এর স্পেস এক্স সংস্থার ভবিষ্যত অগ্রগতি-র ক্ষেত্রে এই রকেটের সফল উৎক্ষেপণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ৬ ফেব্রুয়ারি বেলার দিকে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই 'ফ্যালকন হেভি' রকেট মহাকাশে পাঠানো হবে।

চন্দ্র-সূর্য-গ্রহ-তারা-র মাঝে গাড়ি নিয়ে লং-ড্রাইভ

'ফ্যালকন হেভি' রকেটের বহন ক্ষমতা যাচাই করতে কিছু হেভি মেটাল জাতীয় জিনিস বা 'টেস্ট পে-লোডার' মহাকাশে পাঠাতেই হত। কিন্তু, এলন মাস্ক প্রথম থেকেই জানিয়েছিলেন এই হেভি মেটাল-এর স্থানে তিনি গাড়ি পাঠাতে চান। আসলে গাড়ি পাঠিয়ে মাস্ক মহাকাশে মানুষ পাঠানোর বিষয়টিও যাচাই করে নিতে চাইছেন।

চন্দ্র-সূর্য-গ্রহ-তারা-র মাঝে গাড়ি নিয়ে লং-ড্রাইভ

২০ তলা বাড়ির সমান উঁচু এই ফ্যালকন হেভি রকেট। রয়েছে ২৭টি ইঞ্জিন। এই রকেটের একদম উপরের দিকে থাকবে 'রোডস্টার' গাড়ি। এলন মাস্ক জানিয়েছেন, গাড়িতে একজন ডামি ড্রাইভারও রাখা হয়েছে। তাকে পরানো হয়েছে স্পেস স্যুট। এই ডামি ড্রাইভারের নাম 'স্টারম্যান'। এলন মাস্ক আবার টুইট করে লিখেছেন 'স্টারম্যান ইন রোডস্টার'।

চন্দ্র-সূর্য-গ্রহ-তারা-র মাঝে গাড়ি নিয়ে লং-ড্রাইভ

'ফ্যালকন হেভি' রকেটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তিনিটি ফ্যালকন ৯ রকেট। এই তিনটি রকেট প্রথমে 'ফ্যালকন হেভি' মহাকাশে নিয়ে যাবে। এরপর এই তিনটি রকেটই একে একে আবার পৃথিবীতে লঞ্চ প্যাডে ফিরে আসবে। 'রোডস্টার' গাড়িটিকে পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে সূর্যের দিকে এরপর এগিয়ে যাবে 'ফ্যালকন হেভি' রকেট।

চন্দ্র-সূর্য-গ্রহ-তারা-র মাঝে গাড়ি নিয়ে লং-ড্রাইভ

'ফ্যালকন হেভি' রকেটটি গাড়ি নিয়ে পৌঁছে যাবে 'হাইপারবোলিক অরবিট'-এ। এটা আবার 'হোহম্যান অরবিট' নামেও পরিচিত। এরপর সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে করতে এলন মাস্ক-এর পাঠানো গাড়ি চলে যাবে মঙ্গলের কাছে।

এলন মাস্ক শুধু মহাকাশ ব্যবসায়ী নন তিনি পৃথিবীতে ফিউচার ইউলিটি ভেহিকল তৈরির কাজও করে চলেছেন। ইতিমধ্যেই তাঁর 'টেসলা' কোম্পানি বিশ্বের এক নম্বর ইলেক্ট্রিক কার তৈরি সংস্থা। 'রোডস্টার' নামে যে গাড়িটিকে মাস্ক মহাকাশে পাঠাচ্ছেন সেই গাড়ির গতিবেগ পৃথিবীর বুকে ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যাবে। সামনের কয়েক বছরের মধ্যে 'রোডস্টার'-এর ব্যবসায়ীক উৎপাদন শুরু হওয়ার কথা।

চন্দ্র-সূর্য-গ্রহ-তারা-র মাঝে গাড়ি নিয়ে লং-ড্রাইভ

[আরও পড়ুন- এই গাড়িতে চড়া মানে 'পগার পার', ১.৯ সেকেন্ডে গতি উঠবে ১০০ কিলোমিটারে][আরও পড়ুন- এই গাড়িতে চড়া মানে 'পগার পার', ১.৯ সেকেন্ডে গতি উঠবে ১০০ কিলোমিটারে]

সন্দেহ নেই, যাঁরা গাড়িতে করে লং-ড্রাইভ-এ যেতে পছন্দ করেন তাঁদের সামনে এবার মহাকাশে গাড়ি চালানোর একটা আশা তৈরি হতে চলেছে। এটা সত্যি সত্যি সম্ভব হলে তখন গাড়ি নিয়ে ভেসে পড়তেই পারেন চাঁদ থেকে সূর্য বা মঙ্গলের পথে! গাড়ি চালাতে চালাতে দেখতেই পারেন পাশ দিয়ে হুঁশ করে বেরিয়ে যাচ্ছে উল্কা বা ধূমকেতু। স্বপ্ন দেখতে কোনও খরচ নেই, তাই এমন স্বপ্ন দেখতেই পারেন। মহাকাশ-এক ঝাঁক তারা-সূর্য-চন্দ্র-গ্রহ-তারা- আর গাড়ির স্টিয়ারিং-এর পিছনে আপনি। চোখে এক অপার বিস্ময়।

English summary
Description- SpaceX Falcon Heavy launch- Elon Musk says 'Mars awaits' as he prepares to fire Tesla Roadster into space on a megarocket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X