For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রনের আরও দুই নতুন প্রজাতির খোঁজ! জিনোম সিকোয়েন্সিং-এ বিজ্ঞানীদের আবিষ্কার

ভারত-সহ বেশে কিছু দেশে এই মুহূর্তে করোনা ভাইরাসের (coronavirus) তেমন কোনও সংক্রমণ না থাকলেও বিশ্বের বেশ কিছু দেশে দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার (south africa) গবেষকরা (scientist) দাবি করেছেন, তাঁরা ওমিক্

  • |
Google Oneindia Bengali News

ভারত-সহ বেশে কিছু দেশে এই মুহূর্তে করোনা ভাইরাসের (coronavirus) তেমন কোনও সংক্রমণ না থাকলেও বিশ্বের বেশ কিছু দেশে দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার (south africa) গবেষকরা (scientist) দাবি করেছেন, তাঁরা ওমিক্রন (omicron) করোনা ভাইরাস ভ্যারিয়েন্টের আরও দুই সাব লিনিয়েজের (sublineage)খোঁজ পেয়েছেন। সেখানকার এক জিনোম সিকোয়েন্সিং ইনস্টিটিউটের অধিকর্তা তুলিও ডি ওলিভেরা একথা জানিয়েছেন।

ওমিক্রনের নতুন প্রজাতি

দক্ষিণ আফ্রিকার জিনোম সিকোয়েন্সিং ইনস্টিটিউটের অধিকর্তা তুলিও ডি ওলিভেরা এক টুইটে বলেছেন, BA.4 এবং BA.5 নামে দুটি প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, বেলজিয়াম, জার্মানি, ডেনমার্ক এবং ব্রিটেনে। প্রথমে দেখা গিয়েছিল এই দুই প্রজাতি দক্ষিণ আফ্রিকায় বৃদ্ধি পাচ্ছে। তবে এর জন্য দক্ষিণ আফ্রিকায় বড় ধরনের সংক্রমণ কিংবা মৃত্যুর ঘটনা ঘটেনি।

খুব কম সংক্রমণ

খুব কম সংক্রমণ

তুলিও ডি ওলিভেরা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় এই দুই প্রজাতির সংক্রমণ ক্ষমতা খুবই কম। পাশাপাশি হাসপাতালে ভর্তি এবং মৃত্যু নিয়ে সতর্ক থাকলেও এখনও তেমন কোনও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেই জানিয়েছেন তিনি। ভাইরাস নিউট্রালাইজেশন এবং ভ্যাকসিন নিয়ে যাবতীয় কাজ চলছে। এছাড়াও জিনোম সিকোয়েন্সিং-এর মাধ্যমে নজরদারি চলছে বলেও জানিয়েছেন তিনি।

ওমিক্রনের প্রথম খোঁজ দক্ষিণ আফ্রিকায়

ওমিক্রনের প্রথম খোঁজ দক্ষিণ আফ্রিকায়

গত নভেম্বরে ওমিক্রনের প্রথম খোঁজ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকা এবং বৎসোয়ানায়। সেই সময় দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের ঢেউ ছড়িয়ে পড়ে। কিন্তু ডেল্টার জন্য যত সংখ্যক হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যু হয়েছিল, তার তুলনায় কম শক্তিশালী এই ওমিক্রন গত ডিসেম্বরে দিনের আক্রান্তের নিরিখে রেকর্ড করেছিল।

বিভিন্নি দেশে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন

বিভিন্নি দেশে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন

করোনার উৎসস্থল চিনে তীব্র গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। মঙ্গলবার সাংহাইতে নতুন করে ২২ হাজার জনের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সেই পরিস্থিতিতে সেখানে বিধিনিষেধ কিছুটা সহজ করা হয়েছে। অন্যদিকে সোমবার ইতালিতে একদিনে ২৮,৩৬৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ফ্রান্স ও জার্মানিও লড়াই চালিয়ে যাচ্ছে করোনা ভাইরাসের সঙ্গে। অন্যদিকে কানাডার সব থেকে জনবহুল অ্যান্টারিও ষষ্ঠ তরঙ্গের মুখোমুখি দাঁড়িয়ে।

আসানসোলের বারাবনিতে অগ্নিমিত্রার গাড়িতে হামলা! বালিগঞ্জে সাউথ পয়েন্ট বাবুলকে ঢুকতে বাধাআসানসোলের বারাবনিতে অগ্নিমিত্রার গাড়িতে হামলা! বালিগঞ্জে সাউথ পয়েন্ট বাবুলকে ঢুকতে বাধা

English summary
South african scientists discovers two new sublineages of omicron coronavirus variants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X