For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্তিম যাত্রায় মহারাণী এলিজাবেথ! ৫০০ ক্যারেটের গ্রেট স্টার হীরে ফেরত চাইল দক্ষিণ আফ্রিকা

অন্তিম যাত্রায় মহারাণী এলিজাবেথ! ৫০০ ক্যারেটের গ্রেট স্টার হীরে ফেরত চাইল দক্ষিণ আফ্রিকা

  • |
Google Oneindia Bengali News

অন্তিম যাত্রায় মহারাণী এলিজাবেথ। আজ সোমবার শেষকৃত্য হতে চলেছে তাঁর। আর এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে লন্ডন পৌঁছে গিয়েছেন ৫০০ এরও বেশি বিশ্বনেতা। অংশ নিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোকের ছায়া বিশ্বজুড়ে। আর এর মধ্যেই বেশ কিছু দেশ প্রশ্ন তুলতে শুরু করেছে। আর সেই তালিকাতে অবশ্যই ভারতবাসীর একাংশও রয়েছে। যদিও রানির মৃত্যুতে একদিনের শোকপ্রকাশ করা হয়েছে ভারতের তরফে। এমনকি কোহিনুরও ফেরতের দাবি তুলতে শুরু করেছেন কেউ কেউ। বিশ্বের সবথেকে দামি এই কোহিনূর। যা দীর্ঘদিন রানি এলিজাবেথের মুকুটে শোভা পেয়েছিল।

বিশ্বের বৃহত্তম পরিষ্কার আনকাট হীরা

বিশ্বের বৃহত্তম পরিষ্কার আনকাট হীরা

আর এই বিতর্কের মধ্যেই ব্রিটিশ রাজের সময় উপনিবেশিত দেশগুলো থেকে আনা হীরা ফেরত দেওয়ার দাবিও উঠেছে। এই হীরাগুলি ব্রিটিশ মুকুটের গহনাগুলিতে লাগানো হয়। সেই মতো ৫০০ ক্যারেটের গ্রেট স্টার হীরে ফেরত দেওয়ার দাবি তুলল দক্ষিণ আফ্রিকা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দ্য গ্রেট স্টার ডায়মন্ড বিশ্বের বৃহত্তম পরিষ্কার আনকাট হীরা। Cullinan I- হিসাবেও এটা দেখা হয়ে থাকে। জানা যায়, এটি ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় খনন করা একটি বড় রত্নপাথর থেকে কাটা হয়েছিল। জানা যায়, গ্রেট স্টার আফ্রিকার তৎকালীন ঔপনিবেশিক শাসকরা ব্রিটিশ রাজপরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। এরপর এটি রাণীর রাজকীয় রাজদণ্ডে স্থাপন করা হয়।

অবিলম্বে দক্ষিণ আফ্রিকার হাতে তুলে দেওয়া উচিৎ

অবিলম্বে দক্ষিণ আফ্রিকার হাতে তুলে দেওয়া উচিৎ

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার এক আধিকারিক থান্ডক্সোলো সাবেলো মন্তব্য করেন, কুলিনান ডায়মন্ডকে অবিলম্বে দক্ষিণ আফ্রিকার হাতে তুলে দেওয়া উচিৎ। আমাদের দেশ তো বটেই, অন্য দেশের সম্পদ নিয়ে ধনী এবং লাভবান হয়েছে ব্রিটেন। এর লাভ অবশ্যই আমাদের মতো দেশের অবশ্যই পাওয়া উচিৎ বলে দাবি ওই আধিকারিকের। শুধু তাই নয়, থান্ডক্সোলো সাবেলোর মতে, হিরে ফেরত দরকার। আর এজন্য change.org -তে একটি অনলাইন পিটিশন খোলা হয়েছে বলেও জানানো হয়েছে। আর তাতে এখনও পর্যন্ত ৬ হাজারের বেশি লোক স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন ওই আধিকারিক। শুধু তাই নয়, প্রত্যেক দিন এই সংক্রান্ত আবেদন বাড়ছে বলেও দাবি থান্ডক্সোলো সাবেলোর।

 সমস্ত সোনা এবং হীরা ফেরত দেওয়া

সমস্ত সোনা এবং হীরা ফেরত দেওয়া

অন্যদিকে এই প্রসঙ্গে টুইট করেছেন দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের সদস্য উয়োলওয়েথু জুংগুলা। তিনি টুইটে জানিয়েছেন, ব্রিটেনের উচিত দক্ষিণ আফ্রিকার ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া। শুধু তাই নয়, চুরি হওয়া সমস্ত সোনা এবং হীরা ফেরত দেওয়া। এবিসির খবর অনুযায়ী, একটি 530.2 ক্যারেট হীরা একটি ক্রস সঙ্গে রাজদণ্ড যোগ করা হয়। যেটিকে কিনা খুবই পবিত্র বলে মনে করা হয়। ১৬০০ দশক থেকে রাজ্যভিষেকের সময় থেকে এতি ব্যবহার করা হয়। লন্ডনের টাওয়ারের জুয়েল হাউসে হীরাটি রাখা ছিল।

মৃত্যুর এক দশক আগেই তৈরি হয়েছিল কফিন, সীসার কফিনে শেষ যাত্রায় এলিজাবেথ দ্বিতীয় মৃত্যুর এক দশক আগেই তৈরি হয়েছিল কফিন, সীসার কফিনে শেষ যাত্রায় এলিজাবেথ দ্বিতীয়

English summary
South Africa wants 500 carat diamond back after death of queen Elizabeth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X