For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজয় দিবস সম্পর্কে দশটি অজানা তথ্য জেনে নিন

Google Oneindia Bengali News

‌১৬ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে ভারতও পালন করে বিজয় দিবস। কিন্তু অনেকেই এই বিজয় উৎসবের গুরুত্ব সম্পর্কে জানেন না। আসলে ১৯৭১ সালে ভারতের সঙ্গে পাকিস্তানের তৃতীয়বার যুদ্ধ বাধে। ততদিনে ১৯৪৭ সালে স্বাধীন হয়ে গিয়েছে ভারত। শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করতেই এই যুদ্ধের সূচনা হয়। ভারত ও পাকিস্তানের এই সংঘর্ষ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে।

বিজয় দিবস সম্পর্কে দশটি তথ্য জেনে নিন


ভারতীয় সেনার ১১টি বায়ু সেনা শিবিরে হামলা চালায় পাকিস্তান। এই ঘটনায় উভয় পক্ষেরই ৩,৮০০ জন সেনা নিহত হন। যুদ্ধচলাকালিন আহত হন দশ হাজার জন, যাঁদের মধ্যে অনেকেই গোটা জীবনের জন্য পঙ্গু হয়ে যান। ১৯৭১ সালের যুদ্ধের অনেক তথ্যই অজানা রয়েছে। সেই তথ্যগুলি জেনে নেওয়া যাক।

১৯৭১ সালের যুদ্ধের ১০টি অজানা তথ্য

১)‌ ওই বছর ৩ ডিসেম্বর পাকিস্তান ১১টি ভারতীয় বায়ু সেনাশিবিরে হামলা করে, যা ইন্দো–পাক যুদ্ধের সূত্রপাত করে।

২)‌ এই যুদ্ধ যখন শুরু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী

৩)‌ মাত্র ১৩দিনের এই যুদ্ধ ইতিহাসে সবচেয়ে কম দিনের যুদ্ধ বলে উল্লেখিত

৪)‌ বাংলাদেশ বিশ্বাস করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই তাদের দেশটি গড়ে উঠেছিল

৫)‌ ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের বায়ু সেনার বিমানবন্দরে বোমা বর্ষণ করেছিল যার ফলে পাকিস্তান বিমান হামলা করতে অক্ষম হয়।

৬)‌ ভারতীয় বিমানবাহিনী একদিনে ৫০০–এরও বেশি হামলা করছেল যা দ্বিতীয বিশ্বযুদ্ধের চেয়েও বেশি বলে মনে করা হচ্ছে।

৭)‌ পাক সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি ৯৩ হাজার পাক সেনাকে সঙ্গে নিয়ে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেন।

৮)‌ পাকিস্তানও সব ফ্রন্টকে আক্রমণ করেছে। ইসলামাবাদ রাজস্থানের জয়সালমির জেলার লঙ্গওয়ালায় আক্রমণ করেছিল।

৯)‌ লঙ্গওয়ালায় পাকিস্তানের এই হামলা প্রতিরোধ করেছিল পদাতিক সেনা কোম্পানি ২৩ পাঞ্জাব। ভারতীয় সেনার পক্ষ থেকে সহায়তা না আসা পর্যন্ত পদাতিক সেনা একশোটি ট্যাঙ্ক দাঁড় করিয়ে রেখেছিল।

১০)‌ পাকিস্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৯ লক্ষ শরণার্থী ভারতে প্রবেশ করেছিলেন।

প্রত্যেক বছর বাংলাদেশে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। অন্যদিকে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানকে যুদ্ধে পরাস্ত করেছিল বলে ভারত এই বিজয় দিবস পালন করে।

English summary
During the Bangladesh liberation war, over 3,900 Indian soldiers were killed and 10,000 injured, with many lefts of suffering from life-long disabilities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X