For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের বেফাঁস কিছু উক্তি

বেফাঁস কথাবার্তার জন্য প্রায়ই আলোচিত-সমালোচিত হয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ, যিনি রাজকীয় দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তেমন কিছু বেফাঁস উক্তি তুলে ধরা হলো।

  • By Bbc Bengali

প্রিন্স ফিলিপ
Getty Images
প্রিন্স ফিলিপ

বেফাঁস কথাবার্তার জন্য প্রায়ই আলোচিত-সমালোচিত হয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ যিনি অগাষ্ট মাস থেকে সমস্ত রাজকীয় দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে জনসমক্ষে তার এরকম কিছু বেফাঁস উক্তি নীচে তুলে ধরা হলো, যেগুলোর কিছু মজার খোরাক জোগাবে, কতগুলো পড়ে আবার কেউ কেউ হয়তো আঁতকে উঠবেন:

১৯৮১: "প্রত্যেকে বলেন বিনোদনের জন্য তাদের আরো সময় দরকার। কিন্তু এখন তারা অভিযোগ করছেন তাদের কাজ নেই।" ( ব্রিটেনে ১৯৮১ সালের অর্থনৈতিক মন্দার সময় )

১৯৮৬: "তোমরা এদেশে বেশিদিন থাকলে তোমাদের চোখ সরু হয়ে যাবে।" ( চীন সফরের সময় সেখানে একদল ব্রিটিশ ছাত্রদের বলেছিলেন ।)

১৯৯৪: "আপনাদের অধিকাংশই তো জলদস্যুদের বংশধর, তাই না?" ( কেইম্যান দ্বীপে সফরের সময় স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তিকে )

অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে
PA
অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে

১৯৯৭: "আস্ত একটা আহাম্মক, গাধা।" ( কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কার পার্কের কর্মচারী তাকে না চেনার পর ক্রুদ্ধ প্রতিক্রিয়া ।)

১৯৯৯: "দেখে মনে হচ্ছে কোনো ভারতীয় এটি বানিয়েছে।" ( এডিনবারাতে একটি বৈদ্যুতিক ফিউজ তৈরি কারাখানা সফরের সময় )

২০০২: "তোমরা কি এখনও বর্শা ছোঁড়?" ( অস্ট্রেলিয়া সফরের সময় আদিবাসী এ্যাবোরোজিনসদের সাথে কথা বলার সময় ।)

২০১৩: "এনএইচএস-এ তোমাদের যে সংখ্যা তাতে মনে হয় ফিলিপিন অর্ধেক খালি হয়ে গেছে।" ( লুটন হাসপাতালে ফিলিপিনো এক নার্সের সাথে কথা বলার সময় )

২০০২: "আপনাকে দেখে আত্মঘাতী বোমা-হামলাকারী লাগছে।" ( আইল অব লিউইস সফরের সময় বর্ম পরিহিত এক নারী পুলিশের লক্ষ্য করে । )

মালালা ইউসুফজাইয়ের মুখোমুখি
Getty Images
মালালা ইউসুফজাইয়ের মুখোমুখি

২০১৩: "বাচ্চারা স্কুলে যায় কারণ বাবা-মায়েরা তাদেরকে বাড়িতে দেখতে চায়না।" ( তালেবানের হামলা থেকে রক্ষা পাওয়া নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে )

২০১৭: "তোমাকে দেখে মনে হয় তুমি অভুক্ত।" ( একটি বৃদ্ধাশ্রম সফরে গিয়ে এক পেনসনারকে ।

English summary
Some comments of Queen Elizabeth.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X