For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোগান্তি সত্ত্বেও মাসে লাখো বাংলাদেশি যায় ভারতে

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, কেবল ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে ভারতে গেছেন প্রায় এক লাখ ৬৭ হাজার মানুষ।

  • By Bbc Bengali

ঢাকার ধানমন্ডিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
বিবিসি
ঢাকার ধানমন্ডিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

ভিসা পেতে ভোগান্তি, সীমান্ত পেরুতে হয়রানি ইত্যাদি নানা অভিযোগের পরেও ভারতে যাওয়া পর্যটকের তালিকায় বাংলাদেশ সব সময়ই ওপরের দিকে থাকে।

২০১৬ সালে সে তালিকায় বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থানে।

কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটিতে ভ্রমণ করা বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ গেছেন বাংলাদেশ থেকে।

দেশটির পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত হিসেব অনুযায়ী, চিকিৎসা, ভ্রমণ বা বাণিজ্য---এমনসব কারণে কেবল ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে ভারতে গেছেন প্রায় এক লাখ ৬৭ হাজার মানুষ।

পর্যটন মন্ত্রণালয় ঐ পরিসংখ্যানে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে সাড়ে নয় লাখের বেশি বিদেশী ভারতে ভ্রমণ করেছেন।

২০১৬ সালের ফেব্রুয়ারি এ সংখ্যা ছিল সাড়ে আট লাখের মত।

আরো পড়তে পারেন: মুসলিমদের নিয়ে কী বলেছিলেন যোগী আদিত্যনাথ?

কেন চাকরি পাচ্ছেন না ভারতের সাদ্দাম হোসেন?

ঐ পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ভারতে আসা পর্যটকের প্রায় সাড়ে ১৭ শতাংশ মানুষ গেছেন বাংলাদেশ থেকে।

দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ পর্যটক গেছেন যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া রাশিয়া, জার্মানি, চীন, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া থেকেও বহু পর্যটক এসেছেন দেশটিতে।

বাংলাদেশের ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটর এর সম্পাদক ওয়াহিদুল আলম জানিয়েছেন, ২০১৬ সালে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকের প্রায় ৪০ শতাংশ মানুষ গেছেন চিকিৎসা কাজে।

এরপরই বেশি সংখ্যক মানুষ যায় দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেরাতে।

এছাড়া আরো একটি বড় অংশের বাংলাদেশী যান ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কাজে, যার একটি অংশ হয় ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে।

বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেতে ভোগান্তি নিরসনে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন বেশ কয়েক মাস ধরে ভিসা সহজীকরণের উদ্যোগ নিয়েছে।

English summary
So many Bangladeshi people goes to India every month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X