For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্নো-জিলা'-য় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, রাস্তায় তিন ফুট উঁচু বরফের চাদর, মৃত অন্তত ২৯

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ২৫ জানুয়ারি : তুষার ঝড় ও একইসঙ্গে লাগাতার তুষারপাতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকের পূর্ব প্রান্তের প্রায় ২০টির বেশি প্রদেশ বরফের চাদরে পুরো ঢেকে গিয়েছে বলে খবর। ঘটনায় প্রাণ গিয়েছে অন্তত ২৯ জনের। এই সংখ্যাটি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, ওয়াশিংটন থেকে ষুরু করে নিউইয়র্ক সব জায়গার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তর ও দক্ষিণ ক্যারোলিনাতেই শুধুমাত্র তিন লক্ষ মানুষ আটকে পড়েছেন। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। এছাড়া সব মিলিয়ে প্রায় দশ হাজার বিমান বাতিল করতে হয়েছে।

শনিবার রাত পর্যন্ত পশ্চিম ভার্জিনিয়ায় সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। এখানে রাস্তা ৪০ ইঞ্চি পুরু বরফে ঢেকে গিয়েছে। এই তুষারপাতের নাম দেওয়া হয়েছে 'স্নো-জিলা' বা কেউ কেউ একে 'স্নোম্যাগেডন ২০১৬' নামেও সম্বোধন করছেন।

মার্কিন মুলুকের জর্জিয়া, পেনসিলভেনিয়া, মেরীল্যাল্ড, কেন্টাকি, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা, নিউ জার্সি, নিউইয়র্ক, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া ওয়াশিংটন ডিসিতেও বিশেষ ব্যবস্থা নেওয়ার পালা চলছে।

তুষারপাত

তুষারপাত

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব প্রান্ত স্নো-জিলার দাপটে কার্যত বিপর্যস্ত।

বরফাবৃত

বরফাবৃত

প্রায় সব জায়গায় গড়ে তিন ফুট করে উচ্চতার বরফ জমে গিয়েছে।

জরুরি অবস্থা

জরুরি অবস্থা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০ টি প্রদেশে আপতকালীন জরুরি অবস্থা ঘোষণা হয়েছে।

বিপর্যস্ত সাধারণ মানুষ

বিপর্যস্ত সাধারণ মানুষ

এখনও পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সব ধরনের পরিষেবা পেতেই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

তুষারাবৃত পশ্চিম ভার্জিনিয়া

তুষারাবৃত পশ্চিম ভার্জিনিয়া

তুষার ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার বলে জানা গিয়েছে। পশ্চিম ভার্জিনিয়ায় সবচেয়ে বেশি তুষারপাত লক্ষ্য করা গিয়েছে।

বিদ্যুতহীন আমজনতা

বিদ্যুতহীন আমজনতা

উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় প্রায় লক্ষাধিক মানুষ বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে দিন কাটাচ্ছেন। খাদ্য-পানীয়েরও সঙ্কট দেখা দিয়েছে।

বরফে লুটোপুটি

বরফে লুটোপুটি

তবে এসবের মাঝেও কিছু জায়গায় যেখানে ততোধিক পুরু বরফ পড়েনি, সেখানে আনন্দে মেতেছেন সাধারণ মানুষ।

English summary
'Snowzilla' paralyses US from Washington to New York
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X