For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুক্ষ মরুভূমিতে তুষারপাত, প্রকৃতির ব্যতিক্রমী ছাপ বাগদাদে

রুক্ষ মরুভূমিতে তুষারপাত, প্রকৃতির ব্যতিক্রমী ছাপ বাগদাদে

Google Oneindia Bengali News

এতদিন ঠাকুমা দিদিমার কাছে রুক্ষ-শুষ্ক মরুভূমিতে তুষারপাতের গল্প শুনত ওরা। কিন্তু সত্যিই যখন সাদা পুরু বরফের চাদরে ঢাকল শহর তখন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেননি সুদূর পশ্চিমের রুক্ষ শুষ্ক বাগদাদের বাসিন্দারা। এই নিয়ে দ্বিতীবার তুষারপাত দেখল বাগদাদ।

বাগদাদে তুষারপাত

বাগদাদে তুষারপাত

প্রকৃতি যেন এবার বিপরীত িদকে এগোচ্ছে। নইলে রুক্ষ শুষ্ক মরুভূমির বুকে তুষারপাত ঘটেনা। যদিও এই নিয়ে দ্বিতীয়বার এই দৃশ্য দেখল বাগদাদ। শুক্রবার বাগদাদের ঘুম ভেঙেছে অন্য মেজাজে। জানলার পর্দা সরিয়ে বাইরেটা দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। চারিদিকে কেবল সাদা বরফ। রাস্তা ঘাট সব সাদা বরফের আস্তরণে ঢাকা। এই প্রথম বাগদাদের নবীন প্রজন্ম

দ্বিতীয়বার তুষারপাত

দ্বিতীয়বার তুষারপাত

এই নিয়ে বাগদাদের ইতিহাসে দ্বিতীয়বার তুষারপাত হল। এর আগে ২০০৮ সালে একবার তুষারপাত দেখেছিল বাগদাদ। প্রকৃতির এই বিরল রূপ উপভোগে সময় নষ্ট করেননি বাগদাদবাসী। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তাঁরা। ছোট থেকে প্রবীণ সকলেই তুষার পাতের আনন্দ উপভোগ করেছেন। বরফ নিয়ে খেলা করতে দেখা গিয়েছে ছোটদের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বাগদাদের এই তুষারপাতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাগদাদের বাসিন্দারা নিজেদের শহরের ব্যতিক্রমী ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন ঝড়ের গতিতে। তারপর সেটা ছড়িয়ে পড়েছে। ৪০ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রায় থাকা বাগদাদের তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নীচে।

English summary
Snowfall in Baghdad after a decade, 2nd time in 100 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X