For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইনে অর্ডার করার আগে সাবধান! খেলনা অর্ডার করে মিলল জ্যান্ত সাপ

অনলাইন সংস্থায় বছর ছয়-এর ছেলের জন্য খেলনা অর্ডার দিয়ে প্যাকেট খুলতেই একটি জ্যান্ত সাপ উপহার পেয়েছেন এক মহিলা।

  • |
Google Oneindia Bengali News

ভারতে ধীরে ধীরে অনলাইনের বাজার ক্রমশ বিস্তৃত হচ্ছে। শুধু শহর নয়, শহরতলি ও গঞ্জ এলাকাতেও অনলাইনের বুকিং করা জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে দোরগোড়ায়। নিজে দেখে, পছন্দ করে জিনিস কিনছেন ক্রেতা। তবে মোবাইলের স্ক্রিনে দেখা জিনিস ও হাতে যা পাচ্ছেন তার মধ্যে পার্থক্য হতে পারে।

অনলাইনে অর্ডার করার আগে সাবধান!

চিনের ঝেজিয়াং প্রদেশে কতকটা সেরকমই হয়েছে। অনলাইন সংস্থায় বছর ছয়-এর ছেলের জন্য খেলনা অর্ডার দিয়ে প্যাকেট খুলতেই একটি জ্যান্ত সাপ উপহার পেয়েছেন এক মহিলা।

ঘটনার পর এলাকায় হইচই পড়ে যায়। ক্যুরিয়ার কর্মী প্যাকেট দিয়ে চলে গেলে ছেলেকে সঙ্গে নিয়ে প্যাকেট খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে আস্ত একটি সাপ।

সেই দেখে চিলচিৎকার জুড়ে দেন মহিলা। প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। বনবিভাগের কর্মীদের খবর দেওয়া হয়। তবে তার আগেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

অনলাইন সংস্থার বিষয়টি জানিয়ে অভিযোগ করা হলে ওই সংস্থা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে মহিলার টাকা ফেরত দিয়ে দেয়।

English summary
Snake found in toys packet ordered online in china
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X