For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধূমপান ছাড়ুন এখনই, নইলে চরম বিপদ সামনে, ধূমপায়ীদের সতর্ক করল হু

ধূমপান ছাড়ুন এখনই, নইলে চরম বিপদ সামনে

Google Oneindia Bengali News

পুরুষ হোক আর মহিলা, এখন সমাজের অধিকাংশ মানুষই ধূমপানে আসক্ত। অফিলের টেনশন দূর করতে বা পাড়ার চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে বা খাওয়ার পর একটা বা দু’‌টো সিগারেটে সুখটান না দিলে যেন জীবনটাই অর্থহীন হয়ে যায় ধূমপায়ীদের জন্য। তবে এবার ধূমপান থেকে বিরতি নেওয়ার সময় চলে এসেছে নইলে বিপদ আসন্ন।

করোনায় সংক্রমণের সংখ্যা কমলেও উদ্বেগের কেন্দ্রে কলকাতা-উত্তর ২৪ পরগনা, ভয় ধরাচ্ছে মৃত্যুর সংখ্যা না কমার ঘটনাকরোনায় সংক্রমণের সংখ্যা কমলেও উদ্বেগের কেন্দ্রে কলকাতা-উত্তর ২৪ পরগনা, ভয় ধরাচ্ছে মৃত্যুর সংখ্যা না কমার ঘটনা

‌৫০ শতাংশ মৃত্যুর ঝুঁকি

‌৫০ শতাংশ মৃত্যুর ঝুঁকি

ধূমপানে করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বেড়ে যায় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রেয়িসাস। 'কমিট টু কুইট' তামাক বিরোধী প্রচারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হু–এর ধূমপান বিরোধী প্রচার

হু–এর ধূমপান বিরোধী প্রচার

ধূমপান বিরোধী প্রচারে উদ্যোগ নিয়েছে হু। আর সেই প্রচার করার সময়ই সকলকে সতর্ক করলেন সংস্থার প্রধান।হু প্রধান বলেন, '‌দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং কোভিডে মৃত্যুর ৫০ শতাংশ ঝুঁকি বাড়ে ধূমপায়ীদের। সুতরাং কোভিডে মৃত্যুর ঝুঁকি কমাতে ধূমপান ছেড়ে দেওয়াই উত্তম।'‌ তিনি আরও জানান, শুধু কোভিড নয়, ধূমপান ছাড়লে ক্যান্সার, হৃদরোগ এবং ফুসফুসঘটিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। সেই সঙ্গে তিনি সমস্ত দেশকে অনুরোধ জানান, 'হু'-এর এই প্রচারে অংশ নিতে, যাতে তামাক-মুক্ত পরিবেশ সকলকে উপহার দেওয়া যায়।

 ৬ মাস ধরে প্রচার চলবে

৬ মাস ধরে প্রচার চলবে

এই প্রচার অভিযানে আগামী ৬ মাস ধরে 'কুইট চ্যালেঞ্জ' তথা ধূমপান ছাড়ার ব্যাপারে সকলকে উৎসাহ দেওয়া হবে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক মেসেঞ্জার ও উইচ্যাট-এর মতো মেসেজিং প্ল্যাটফর্মে। এই প্রচার বিশ্বের ২৯টি দেশে চলছে। টেড্রস জানিয়েছেন যে তিনি বিশ্বের সবাইকে এই প্রচারে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।

সম্মানিত হর্ষ বর্ধন

সম্মানিত হর্ষ বর্ধন

এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৯ সালে ই-সিগারেট নিষিদ্ধ করা ও দেশজুড়ে তামাক সেবনের বিরুদ্ধে সকলকে সচেতন করার প্রয়াসের জন্য এই সম্মান দেওয়া হল তাঁকে। প্রসঙ্গত, ধূমপান যে করোনার বিপদকে আরও বাড়িয়ে দিতে পারে, এমন কথা প্রায় এক বছর আগেই জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

English summary
Coronavirus carries a 50 per cent risk of death, who warned smokers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X