For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন করে ছ’‌জন করোনা সংক্রমিত, লকডাউন করে দেওয়া হল বেজিংয়ের একাংশ

নতুন করে ছ’‌জন করোনা সংক্রমিত, লকডাউন করে দেওয়া হল বেজিংয়ের একাংশ

Google Oneindia Bengali News

চিনের বেজিংয়ে ফের নতুন করে ছ’‌জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ল। স্থানীয় সংক্রমণ হতে পারে এই আশঙ্কায় বেজিংয়ের একাংশ শনিবার থেকে লকডাউনের আওতায় চলে যায়। নগর প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকাংশ ঘটনা নিকটস্থ মাংসের বাজারের সঙ্গে সংযুক্ত থাকার জন্য দক্ষিণ বেজিংয়েক ফেংটাই জেলার ১১টি আবাসন এস্টেটের বাসিন্দাদের বাইরে বেড়োতে দেওয়া হয়নি।

প্রথম কোভিড–১৯ কেস সিনফাদি বাজারে যায়

প্রথম কোভিড–১৯ কেস সিনফাদি বাজারে যায়

বৃহস্পতিবার ঘোষণা করা হয়, দু'‌মাসের মধ্যে বেজিংয়ে প্রথম কোভিড-১৯ কেসটি গত সপ্তাহে সিনফাদি মাংসের বাজারে গিয়েছিল এবং শহরের বাইরে তার কোনও ভ্রমণ ইতিহাস ছিল না। প্রসঙ্গত গত বছর চিনের উহান শহর থেকে এই মারণ রোগ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা দেশে এবং কড়া ও বিশাল লকডাউনের মাধ্যমে চিনের আভ্যন্তরীণ প্রকোপ রোখা সম্ভব হয়। সংক্রমণের হার কম হওয়ার কারণে লকডাউনের নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়া হয় এবং সাম্প্রতিক মাসগুলিতে বিদেশে বসবাসকারী নাগরিকরা মহামারির সময় দেশে ফিরে আসার পর তাদের পরীক্ষা করা হয়।

 ছ’‌জনের মধ্যে তিনজন সিনফাদি বাজারের কর্মী

ছ’‌জনের মধ্যে তিনজন সিনফাদি বাজারের কর্মী

জানা গিয়েছে, শনিবার ঘোষিত ছ'‌জন আভ্যন্তরীণ কেসের মধ্যে তিনজন সিনফাদি বাজারের কর্মী, একজন বাজারের খদ্দের এবং দু'‌জন চিনা মিট রিসার্চ কেন্দ্রর কর্মী, এটি বাজার থেকে সাত কিমি দূরে অবস্থিত। গত সপ্তাহে এই কর্মীদের মধ্যে একজন বাজারে এসেছিলেন। কর্তৃপক্ষ এই বাজারটি বন্ধ করার পাশাপাশি আরও একটি মাছের বাজার জীবাণুমুক্ত করার জন্য বন্ধ করে দেয়। কারণ এই বাজারে এই রোগীদের মধ্যে একজন এসেছিলেন এবং শুক্রবার নমুনা সংগ্রহ করা হয়েছে।

 লকডাউন কার্যকর বেজিংয়ের একাংশে

লকডাউন কার্যকর বেজিংয়ের একাংশে

দেখা গিয়েছে, দু'‌টি বাজারে একশোজন পুলিশ কর্মী ও বহু আধাসেনা পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা ফেংটাই জেলার জিংসেন মাছের বাজার থেকে ক্রেটস তুলে নিতে দেখা গিয়েছে। ফেংটাইয়ের প্রশাসনের পক্ষ থেকে শনিবার ঘোষণা করা হয়েছে যে নতুন এই মৃত্যু তরঙ্গকে আটকানোর জন্য যুদ্ধকালীন ব্যবস্থা ও ফিল্ড কম্যান্ড কেন্দ্র গড়া হয়েছে। এই এলাকার কাছাকাছি ন'‌টি স্কুল ও কিন্ডারগার্টেনস বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার বেজিংয়ের পক্ষ থেকে জানানো হয় যে শহরের প্রাথমিক স্কুলগুলিতে এখনই পড়ুয়াদের পাঠানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সব ক্রীড়া সংক্রান্ত অনুষ্ঠান ও দলবদ্ধ নৈশভোজ স্থগিত রাখা হয়েছে। শনিবার প্রাদেশিক সফরগুলির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সলমন মাছ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা

সলমন মাছ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা

সিনফাদি মাংসের বাজারের চেয়ারম্যান জানিয়েছেন যে বেজিংয়ের খাদ্য সরবরাহের স্বাস্থ্যবিধি সম্পর্কে ভয় দেখিয়ে আমদানি করা সলমন মাছ পরিচালনা করতে ব্যবহৃত মাংস কাটার বোর্ডগুলিতে ভাইরাসটি সনাক্ত করা হয়। বেজিং বাজার তদারকি কর্তৃপক্ষ তাজা ও হিমায়িত মাংস, পোলট্রি ও সুপার মার্কেটের মাছ, গুদামঘর ও ক্যাটারিং পরিষেবার ওপর খাদ্য সুরক্ষা আধিকারিককে নজর রাখার নির্দেশ দিয়েছে।

সলমন মাছের ওপর নিষেধাজ্ঞা

সলমন মাছের ওপর নিষেধাজ্ঞা

জানা গিয়েছে, উমার্ট ও কেরফোরের মতো যে বড় বড় সুপারমার্কেটগুলি রয়েছে সেখান থেকে সলমন মাছের মজুত সরিয়ে দেওয়া হয়েছে একরাতের মধ্যে। যদিও অন্য সরবরাহকারী পণ্যের ওপর তার প্রভাব পড়েনি। শনিবার বেজিংয়ের কিছু রেস্তোরাঁতে সলমন মাছের কোনও খাবারও পরিবেশন করা হয়নি। বেজিং কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে ৩০ মের পর থেকে সিনফেদি বাজারের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা সকলে যেন কোভিড-১৯-এর টেস্ট করান। এরপরই সিনফেদি বাজারের সংস্পর্শে আসা ৪০ জনের রিপোর্ট পজিটিভ আসে।

বাতাসের মাধ্যমে সংক্রমণও করোনা প্রাদুর্ভাবের বড় কারণ হতে পারে, বলছে গবেষণা বাতাসের মাধ্যমে সংক্রমণও করোনা প্রাদুর্ভাবের বড় কারণ হতে পারে, বলছে গবেষণা

English summary
Six new cases of corona virus have been reported in Beijing, China. Fearing a local outbreak, parts of Beijing went under lockdown on Saturday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X