For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কেন্দ্রে বিস্ফোরণ, ছয় জন আহত

  • By Bbc Bengali

গুলশানের সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে একটি বিস্ফোরণে অন্ততঃ ছয় জন আহত হয়েছেন বলে ঢাকায় কর্মকর্তারা জানাচ্ছেন।

আহতদের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনাস্থলে এরই মধ্যে দমকল পৌঁছেছে।

গুলশান এলাকার অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানাচ্ছেন, বোমা নিষ্ক্রিয়করণ দলও সেখানে যাচ্ছে।

তিনি বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

দমকল বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ বিবিসি বাংলাকে বলছেন, একটি বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। তারা ভবনটি পরীক্ষা করে দেখছেন।

গুলশান ২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় ছিল সংযুক্ত আরব আমিরাতের এই ভিসা প্রসেসিং সেন্টারটি।

তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়।

ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার বিবিসি বাংলাকে জানিয়েছেন, সেখানে কাচ ভেঙ্গে কয়েকজন সামান্য আহত হয়েছে বলে জানা গেছে, যাদের ছয় জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় একজন বাসিন্দা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, বিস্ফোরণের পরপর ওই এলাকায় চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল এবং তাদেরকে ওই এলাকা পরিহার করে চলাচল করতে পরামর্শ দেয়া হচ্ছিল।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কেন্দ্রে বিস্ফোরণ, ছয় জন আহত

বিবিসি বাংলার অন্যান্য খবর:

দাঙ্গার আগে দেয়া বক্তব্য 'সম্পূর্ণ গ্রহণযোগ্য' - ট্রাম্প

'ব্যক্তিস্বার্থের প্রকাশ্য দ্বন্দ্ব' আওয়ামী লীগে, কীভাবে দেখছে নেতৃত্ব?

দাম কত হবে, আর কারা পাবেন না করোনার টিকা

আপনার সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে আনার ৭টি উপায়

English summary
six injured in dhaka due to blast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X