For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের প্রাচীরের কাছে শিখ ভক্তদের কীর্তন, ভাইরাল ভিডিও

  • |
Google Oneindia Bengali News

১২ই নভেম্বর সাড়া দেশ জুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে গুরু নানক জয়ন্তী। ইতিমধ্যেই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকী উদযাপনে মেতে উঠতে চলেছেন ভারত সহ সাড়া বিশ্বের শিখ ধর্মাবলম্বী মানুষেরা।

গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেজে উঠতে চলেছে গোটা দেশ


এবার গুরু-পরব উপলক্ষে বিখ্যাত চিনের প্রাচীরের কাছে কীর্তন করতে দেখা গেল শিখ ভক্তের দলকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ভিডিওটি। হরনিধ নামে এক টুইটার ব্যবহারকারীকে ভিডিওটি শেয়ার করতে দেখা যায়। ইতিমধ্যেই ২৩,২০০ বার ভিডিওটি দেখাও হয়েছে পাশাপাশি প্রতিক্রিয়া স্বরূপ ভিডিওটিতে লাইকের সংখ্যা ১৫০০ গণ্ডি ছাড়িয়েছে। সুরেলা কীর্তনটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে নেটি-জেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এদিকে গুরু নানকের ৫৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে সেজে উঠছে দিল্লির প্রায় দশটি বিখ্যাত গুরুদ্বার।১২ই নভেম্বর দিন ভর একাধিক কর্মসূচীও রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, কানাডা এবং অস্ট্রেলিয়া থেকে আগত পর্যটক এবং শিখ তীর্থযাত্রীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি ১১ ও ১২ই নভেম্বর আমেরিকা,ইংল্যান্ড এবং অমৃতসর থেকে আগত কীর্তনিয়াদেরও দিল্লিতে অনুষ্ঠান করতে দেখা যাবে।

ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল শিখ ভক্ত চীনের গ্রেট ওয়ালের মেঝেতে বসে কীর্তন গাইছেন। তাদের মধ্যে দুজন হারমোনিয়াম বাজাচ্ছেন, তবলায় সঙ্গত দিচ্ছেন আরও একজন। ইতিমধ্যেই ওই সুরেলা ধ্বনির সম্মোহন সাড়া ফেলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভিডিওটি মাইক্রো ব্লোগিং সাইটটিতে আপলোড করার পর হরনিধ নামে ওই টুইটার ব্যবহারকারী লিখছেন, “আমি গুরুপরব উপলক্ষে বেইজিংয়ে আছি সেখানেই এই অভূতপূর্ব মুহূর্ত দেখার সৌভাগ্য হয়! চীনের মহান প্রাচীরের গায়ে শিখ কীর্তন! বাড়ির জন্য মন খারাপ কাটিয়ে ওঠার এর থেকে ভালো উপায় আর কি হতে পারে। ”

English summary
Celebration of Sikh devotees, wall of China, 5th anniversary of Guru Nanak, Sikh devotees party in China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X