For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গাপুরের প্রধান জালাধারে ভাসলো রোবট রাজহাঁস

সিঙ্গাপুরের কর্তৃপক্ষ সে দেশের প্রধান জলাধারে কতগুলো রোবট রাজহাঁস ছেড়েছে। খালি চোখে দেখলে মনেই হবে না যে এগুলো যান্ত্রিক। এদের কাজ হবে ভেসে বেড়ানো এবং হ্রদে জলের মান পরীক্ষা করা।

  • By Bbc Bengali

সিঙ্গাপুরের কর্তৃপক্ষ সে দেশের প্রধান জলাধারে পানির মান পরীক্ষার জন্য কতগুলো রোবট রাজহাঁস ছেড়েছে।

চ্যানেল নিউজ এশিয়ার খবর অনুযায়ী, এধরনের পাঁচটি যান্ত্রিক হাঁস ইতোমধ্যেই পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে।

এদের কাজ হবে সিঙ্গাপুর শহরে জল সরবরাহের প্রধান হ্রদে ভেসে বেড়ানো এবং জলের মানের দিকে নজর রাখা।

চ্যানেল নিউজ বলছে, এই রোবট হাঁসগুলো নির্মাণ করা হয়েছে এমনভাবে যেন হ্রদের অন্যান্য রাজহাঁসের মধ্যে এগুলো মিশে যেতে পারে।

হাঁসের ঝাঁকের সাথে মিশে এই রোবটগুলো ঘুরে বেড়াবে।

কিন্তু রোবটের তালায় থাকবে প্রপেলার এবং পানি পরীক্ষার যন্ত্র।

জল পরীক্ষার পর ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে তৎক্ষণাৎ পরীক্ষার ফলাফল পৌঁছে দেয়া হবে কর্তৃপক্ষের কাছে।

এই 'সোয়ানবট'গুলো তৈরি করেছে যে বিজ্ঞানীরা তাদের একজন হলেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ম্যানডার চিট্রে।

তিনি জানাচ্ছেন, প্রথমে তারা ছোট পাখির মডেল বেছে নিয়েছিলেন।

কিন্তু আকৃতিতে বড় বলে তারা রাজহাঁসের রোবট বানানোর সিদ্ধান্ত নেন।

এই রোবটগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে ছোট নৌকা, ডিঙ্গি বা কায়াকের আঘাত লাগলেও এদের কোন ক্ষতি হবে না।

কিন্তু এর সবচেয়ে বড় সুবিধে হবে, জল পরীক্ষার জন্য এখন থেকে বিজ্ঞানীদের আর জলাধারে যেতে হবে না।

English summary
Singapore recruits swanbots to test water quality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X