সিন্ধিদের স্বাধীনতায় সাহায্য করুন! পাকিস্তান থেকে মুক্ত হতে আমেরিকায় মোদীর কাছে আবেদন
পাকিস্তান থেকে স্বাধীন হতে সিন্ধিদের আবেদন আমেরিকা সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সেখানে বসবাসকারী সিন্ধিদের এক প্রতিনিধিদল। পাকিস্তানের সেনা সিন্ধিদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে, নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আবেদনও জানানো হয়। সেখানে বড়মাত্রায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও করা হয় মোদীর কাছে।
|
মোদীর প্রতি সিন্ধিদের বার্তা
সিন্ধি আন্দোলনকারী জাফর সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সিন্ধের মানুষ হাউস্টনে এসেছেন বার্তা নিয়ে। মোদীজি যখন এখান দিয়ে যাবেন, তখন তারা বার্তা দেবেন, তাদের স্বাধীনতা চাই। তাঁদের আশা নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প সিন্ধিদের সাহায্য করবেন।

বাংলাদেশের মতোই সাহায্যের আবেদন
সিন্ধ আন্দোলনকারী জাফর স্মরণ করিয়ে দেন, ভারত বাংলাদেশকে স্বাধীনতার যুদ্ধে ১৯৭১ সালে সাহায্য করেছিল। সেইরকমই পাকিস্তান থেকে তাদের স্বাধীনতার যুদ্ধে ভারতের সাহায্য করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার মতোই, পাকিস্তান থেকে সিন্ধি সম্প্রদায়ের স্বাধীনতায় তারা সাহায্যপ্রার্থী বলে মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ
পাকিস্তান সরকার সংখ্যালঘুদের অধিকারকে দমন করতে ইসলামিক র্যাডিক্যালিস্টদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন ওই আন্দোলনকারী। তিনি দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি পাকিস্তানের সেনা এবং আইএসআইকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণারও দাবি করেছেন তিনি।
[ দিল্লিতে অক্ষরধাম মন্দিরের সামনে চলল গুলি, জোরদার করা হল নিরাপত্তা]
[ 'কাশ্মীর নিয়ে কংগ্রেস রাজনীতি করেছে, আর বিজেপির ৩ প্রজন্ম আত্মাহুতি দিয়েছে' ফের গর্জন অমিতের ]