For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডন সফরে অবৈধ ভারতীয়দের প্রত্যাবর্তন বিষয়ে মউ স্বাক্ষর করেননি মোদী, কেন জানেন

ইউকে ভারতীয়দের জন্য ভিসা অ্যাক্সেস সহজতর না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গত এপ্রিলে লন্ডন সফরে অবৈধ ভারতীয়দের প্রত্যাবর্তন বিষয়ে মউ স্বাক্ষর করতে অস্বীকার করেন।

Google Oneindia Bengali News

ব্রিটেনের সঙ্গে অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যাবর্তন সংক্রান্ত মউ স্বাক্ষর করতে সম্মত হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ব্রিটিশরা ভারতীয়দের ভিসাপ্রাপ্তির বিষয়টা সহজতর করেনি। লন্ডনের ভারতীয় হাইকমিশনের একটি সূত্র একথা জানিয়েছে। জানা গেছে গত জানুয়ারি মাসে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত আনার বিষয়ে একটি দ্বিপাক্ষীক চুক্তির খসড়া তৈরি করেছিলেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। কিন্তু গত এপ্রিল মাসে লন্ডন সফরের সময়ে মোদী সেই চুক্তিপত্র স্বাক্ষর করেননি।

ব্রিটেনের সঙ্গে মউ স্বাক্ষর করেননি মোদী

মোদীর লন্ডন সফরের প্রধান উদ্দেশ্যই ছিল ওই দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষর করা। কিন্তু ব্রিটিশদের তরফ থেকে ভারতীয়দের জন্য ভিসা প্রস্তাবে কোনও উল্লেখযোগ্য বদল না আসায় মোদী চুক্তিটি স্বাক্ষর করেননি। ২০১৭ সালের নভেম্বরে ভারত সফরে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তখন তিনি জানিয়েছিলেন, ভারতীয়দের প্রত্যাবর্তনের প্রক্রিয়াটিতে যদি দ্রুততা আনা যায়, এবং আরও বেশি সংখ্যায় অবাধ ভারতীয় অভিবাসীদের ফেরানো হয়, তাহলে ব্রিটেনও ভারতীয়দের জন্য তার ভিসা প্রস্তাব সহজতর করার কথা বিবেচনা করবে।

ভারতীয় হাইকমিশনের এক কর্তা জানান, 'মে ভারতে গিয়ে প্রত্যাবর্তন প্রক্রিয়ায় অগ্রগতি ভারতীয়দের ব্রিটিশ ভিসা প্রাপ্তির বিষয়েও অগ্রগতি ঘটাবে। কিন্তু তা হয়নি। স্পাউসাল ভিসা (বিবাহসূত্রে পাওয়া) অস্বীকার করা হচ্ছে, ছোটখাট কারণে ভিসা বাতিল করা হচ্ছে এবং একটা প্রতিকূল পরিবেশ রয়েছে। আমরা মাইগ্রেশন ক্ষেত্রে, বিশেষত স্বল্প মেয়াদী ভিসা যেমন ছাত্রদের জন্য এবং যারা কোন কোম্পানীতে কাজ করতে আসছে তাদের ক্ষেত্রে কিছু ছাড় চাই। তারা চিনাদের তা দিতে পারলে, ভারতীয়দের ক্ষেত্রে পারবে না কেন? ব্রিটেন চিনা নাগরিকদের দুই বছরের জন্য বহুপ্রবেশ ভিত্তিক ভিসা দেয়।

তবে কেবল ভিসা অ্যাক্সেস সহজতর না করাই নয়, চুক্তিটি স্বাক্ষর না করার আরো একটি কারণ ছিল। হাইকমিশন সূত্রে জানা গেছে, মউটিতে প্রস্তাবিত সময়সীমা, পরিচয় নিশ্চিতকরণের জন্য বাস্তবসম্মত ছিল না। প্রস্তাব ছিল যাদের পরিচয়পত্র নেই এমন সন্দেহভাজনদের সনাক্তকরণে ভারতীয় কর্তৃপক্ষ ৭০ দিন পাবে। আর পরিচয়পত্র যাদের আছে তাদের ক্ষেত্রে সময় পাওয়া যাবে ১৫ দিন।

English summary
Since UK did not ease the visa access for Indians, Prime Minister Modi refused to sign MoU on the return of illegal Indians, on his London visit last April.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X