For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃদ্ধাশ্রমে যাবেন না, তাই ছেলেকে খুন করলেন ৯২ বছরের এই মার্কিন বৃদ্ধা

অ্যাসিস্টেড কেয়ার হোম বা বৃদ্ধাশ্রমে যাবেন না। তাই নিজের ছেলেকে গুলি চালিয়ে মেরেই ফেললেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের ৯২ বছরের এক বৃদ্ধা।

Google Oneindia Bengali News

অ্যাসিস্টেড কেয়ার হোম বা বৃদ্ধাশ্রমে যাবেন না। তাই নিজের ছেলেকে গুলি চালিয়ে মেরেই ফেললেন এক ৯২ বছরের বৃদ্ধা। বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে।

বৃদ্ধাশ্রমে যাবেন না, তাই ছেলেকে খুন করলেন এই বৃদ্ধা

ফাউন্টেন হিলে ছেলে ও ছেলের বান্ধবীর অ্যাপার্টমেন্টেই থাকতেন অ্যানা মে ব্লেসিংস। বয়স নেহাত কম হয়নি। ৯২ বছর বয়সে তিনি স্বভাবে অত্যন্ত খিটখিটে হয়ে উঠেছিলেন। নিজেই জানিয়েছেন তাঁর সঙ্গে বসবাস করা ছেলে ও তার বান্ধবীর পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল। তাই তারা ঠিক করেছিলেন অ্যানাকে অ্যাসিস্টেড কেয়ার হোমে পুাঠিয়ে দেবেন।

এটাই মনঃপুত হয়নি অ্যানার। জানা গিয়েছে ঘটনার দিন সকাল সকাল তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতে ছেলের ঘরে যান। তাঁর ৭২ বছর বয়সী ছেলে তখনও বিছানা ছাড়েননি। বৃদ্ধাশ্রমে যাওয়া নিয়ে সামান্য তর্কাতর্কি হয়। অ্যানার হতভাগ্য ছেলে জানতেন না মায়ের ড্রেসিং রোবের পকেটে লুকোনো আছে দু-দুটো রিভলভার।

তর্কাতর্কি শুরু হতেই অ্যানা তার একটি বের করে ছেলের দিকে তাক করে পর পর বেশ কয়েকটি গুলি চালিয়ে দেন। তারপর নিশানা করেন ছেলের বান্ধবীর দিকে। কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালানোর আগেই অ্যানার সঙ্গে রীতিমতো হাতাহাতি করে বন্দুকটি ছিনিয়ে নিয়ে ঘরের কোনে ছুঁড়ে ফেলে দেন ওই মহিলা।

অ্যানার ছেলের ঘটনাস্থনলেই মৃত্যু হয়। এরপরই পুলিশ এসে অ্যানাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ দায়ের করা হয়েছে। কেন এমন করলেন তিনি? পুলিশ যখন অ্যাপার্টমেন্ট থেকে তাকে ধরে নিয়ে আসছে, তখন ছেলের মৃতদেহের উদ্দেশ্যে অ্যানা বলন, 'তুই আমার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, তাই আমিও তোর জীবন কেড়ে নিলাম'!

English summary
A 92-year-old woman from Arizona of United States, has killed her son to avoid being sent to care home.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X