For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাপানের বন্দরে একঘরে জাহাজ, মোদী জিকে ভিডিওর মাধ্যমে উদ্ধারের আর্জি

জাপানের বন্দরে একঘরে জাহাজ, মোদী জিকে ভিডিওর মাধ্যমে উদ্ধারের আর্জি

Google Oneindia Bengali News

গত ৫ ফেব্রুয়ারি থেকে জাপানের এক বন্দরে আলাদা করে রাখা হয়েছে বিলাসবহুল জাহাজ 'ডায়মন্ড এক্সপ্রেস’‌–কে। সেই জাহাজের এক ক্রু সদস্য উত্তরবঙ্গের বিনয়কুমার সরকার। তিনি জানাচ্ছেন, জাহাজের ক্যাপ্টেন ঘোষণা করেছেন, জাহাজে থাকা ৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মোট ৩,৭০০ জন যাত্রী ও ক্রু সদস্য রয়েছেন ওই জাহাজে।

করোনাভাইরাসের পরীক্ষা হয়নি

করোনাভাইরাসের পরীক্ষা হয়নি

১৬০ জন ক্রু সদস্যের অন্যতম বিনয় একজন শেফ। তিনি জানিয়েছেন, দু'‌সপ্তাহের জন্য আলাদা করে রাখা হয়েছে জাহাজটিকে। এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন বিনয়। তিনি জানিয়েছেন, জাহাজে সকলেই প্রবল আতঙ্কে ভুগছেন। রাষ্ট্রপুঞ্জ ও ভারত সরকারের কাছে জাহাজে তোলা এক ভিডিওয় তিনি আবেদন করেছেন জাহাজে থাকা ভারতীয়দের আলাদা করে রাখার জন্য। তিনি বলেন, ‘কাউকেই এখনও পরীক্ষা করে দেখা হয়নি।'‌

ভিডিওর মাধ্যমে আবেদন বিনয়ের

ভিডিওর মাধ্যমে আবেদন বিনয়ের

ভিডিওতে হিন্দিতে বক্তব্য রেখে তিনি আবেদন করেন, তিনি ও তাঁর পাঁচ সহকর্মীর কাউকে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়নি। ভিডিওতে তিনি কাতর আবেদন করে ব‌লেন, ‘যে কোনও ভাবে আমাদের রক্ষা করুন যত দ্রুত সম্ভব। আমাদের কিছু হয়ে গেলে কী হবে? আমি ভারত সরকারের উদ্দেশে বলতে চাই, মোদী জি, দয়া করে আমাদের পৃথক করে রাখার ব্যবস্থা করুন ও নিরাপদে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।'‌

 হংকংয়ের যাত্রী থেকে সংক্রমণ

হংকংয়ের যাত্রী থেকে সংক্রমণ

জাপানের ইওকোহামা থেকে ওই জাহাজ ছেড়েছিল গত ২০ জানুয়ারি। ২৫ জানুয়ারি হংকং থেকে ওই জাহাজে ওঠেন এক যাত্রী। পরে তাঁর শরীরে সন্ধান মেলে করোনা ভাইরাসের। কয়েকটি জাপানি সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, সোমবার আরও ৬০ জনের শরীরে ওই ভাইরাসের সন্ধান মিলেছে। সব মিলিয়ে ওই জাহাজে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০। সমস্ত যাত্রীকে ভিতরে থাকতে বলা হয়েছে সংক্রমণ এড়াতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে টোকিওকে বলা হয়েছে যাত্রীদের প্রয়োজনীয় সব রকম সাহায্য করার জন্য। এমনকী, প্রয়োজনীয় মানসিক চিকিৎসার কথাও বলা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৯০০-এরও বেশি। তাঁদের অধিকাংশই চিনের বাসিন্দা।

English summary
As a precautionary measure, passengers on the ship have been asked to stay inside their cabins such that new infections are not spread
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X