For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেখ হাসিনা: করোনা ভাইরাসের টিকা নিলেন প্রধানমন্ত্রী

  • By Bbc Bengali

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
BBC
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছেন আজ বিকেলে তিনি এই টিকা নেন, কিন্তু কোথায় তিনি টিকা গ্রহণ করেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।

এর আগে গত ২৪শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও টিকা নিয়েছিলেন।

বাংলাদেশে গত সাতাশে জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার মধ্যে দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

তবে গণ-টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। সব জেলা উপজেলার এক হাজারের বেশি কেন্দ্র থেকে একযোগে শুরু হয় এই টিকাদান কার্যক্রম।

বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত ৮৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন টিকা গ্রহণ করেছেন।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

ভারতের কোভিড টিকাগুলো সম্পর্কে আমরা কতটা জানি

করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে আপনার যত প্রশ্ন ও তার উত্তর

কুর্মিটোলার নার্স রুনুকে দিয়ে উদ্বোধন হলো টিকা অভিযানের

বুধবার থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু

অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকাটি কোভিশিল্ড নামে উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট
Getty Images
অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকাটি কোভিশিল্ড নামে উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট

প্রথম দিনেই বেশ কিছু সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পরবর্তীতে বিদেশি কূটনীতিকরা টিকা নিয়েছেন।

এরপর থেকে সাধারণ মানুষের মধ্যে টিকা দেয়ার আগ্রহ বাড়তে শুরু করে।

প্রথম দিন ৩১ হাজার মানুষকে টিকা দিলেও পরের ছয় দিনে ৭ লাখের বেশি মানুষ টিকা নিয়েছিলো।

গত ২৭শে ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন দেশের একটি নির্দিষ্ট সংখ্যক মানুষের করোনাভাইরাসের টিকা নেয়া সম্পন্ন হওয়ার পর তিনিও টিকা নেবেন।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি টিকা অবশ্যই নেবেন। তবে তার আগে দেশের মানুষ কত পার্সেন্ট নিতে পারলেন, সেটা তিনি দেখতে চান।

"'কারণ আমার একটা টিকার জন্য যদি আরেকটা মানুষের জীবন বাঁচে, সেটাই সবচেয়ে বড় কথা। আমাদের একটা টার্গেট করা আছে। সেই সংখ্যা পর্যন্ত যখন হবে, তারপরে আমারটা আমি নেব। তখন যদি টিকা থাকে, তখন আমি নেব," তিনি বলেছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশে ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে।

English summary
Sheikh Hasina took Coronavirus vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X