For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর কুর্সিতে নয়, এবারই শেষ! অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়েই নিলেন প্রধানমন্ত্রী

মোট চারবারের প্রধানমন্ত্রী তিনি। টানা তিনবার দেশের কু্র্সিতে বসেছেন। আর নয়। এবারই শেষ। এরপর আর দেশের প্রধানমন্ত্রী হতে চান না তিনি।

Google Oneindia Bengali News

মোট চারবারের প্রধানমন্ত্রী তিনি। টানা তিনবার দেশের কু্র্সিতে বসেছেন। আর নয়। এবারই শেষ। এরপর আর দেশের প্রধানমন্ত্রী হতে চান না শেখ হাসিনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিলেন মুজিব-কন্যা। তাঁর যুক্তি, পরের প্রজন্মকে জায়গা ছেড়ে দিতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

আর কুর্সি চাই না, এবারই শেষ! সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

মাস খানেক হয়েছে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। ৯৬ শতাংশ আসনে জিততে একেবারে সিংহভাগ নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাঁর দল। সেইসঙ্গে টানা তিনবার তিনি কুর্সি দখল করেছেন। তার আগে ৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন।

[আরও পড়ুন: কেড়ে নেওয়া হল পাকিস্তানের 'মোস্ট ফেভারড নেশন'-এর মর্যাদা, এটি আসলে কী ][আরও পড়ুন: কেড়ে নেওয়া হল পাকিস্তানের 'মোস্ট ফেভারড নেশন'-এর মর্যাদা, এটি আসলে কী ]

আর চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন, এবারই শেষ, আর নয়। তিনি এরপর আর প্রধানমন্ত্রী হবেন না। দল জিতলে, নতুন প্রজন্মের কেউ প্রধানমন্ত্রী হবেন। হাসিনা বলেন, আর বেশিদিন আমি প্রধানমন্ত্রী থাকতে চাই না। একটা সময় সবাইকেই থামতে হয়। নতুনদের জায়গা ছেড়ে দিতে আমি এবার থামার সিদ্ধান্ত নিচ্ছি আগে থেকেই।

[আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত সেনার মরদেহে কাঁধ দিয়ে শ্রদ্ধা রাজনাথের, দেখুন ভিডিও][আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত সেনার মরদেহে কাঁধ দিয়ে শ্রদ্ধা রাজনাথের, দেখুন ভিডিও]

তিনি বলেন, বঙ্গবন্ধুর দেশ বাংলাদেশ। সেই দেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার অঙ্গীকার নিয়ে শুরু করেছিলাম। দেশ অনেক এগিয়েছে। প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে, অর্থনীতিরও ভালো জায়গায় আছে। দারিদ্রতার বিরুদ্ধে লড়াইকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে এখনও অনের লড়াই দরকার ঠিকই। তবে দেশ অনেক এগিয়েছে। আমার বিশ্বাস উত্তরসূরিদের হাত ধরেও উন্নয়নের পথে এগিয়ে চলবে দেশ।

English summary
Sheikh Hasina says she don’t want to be prime Minister again. Only one month ago she elected as PM of Bangladesh. Now she says it is last time, no more,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X