For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাদকের বিরুদ্ধে অভিযান চলবে! ইফতারে আর যা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

দেশকে সমাজবিরোধী মুক্ত করতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বুধবার নিজের সরকারি বাসভবন গণভবনে আইনজীবীদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই বলেছেন।

  • |
Google Oneindia Bengali News

দেশকে সমাজবিরোধী মুক্ত করতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বুধবার নিজের সরকারি বাসভবন গণভবনে আইনজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই বলেছেন।

মাদকের বিরুদ্ধে অভিযান চলবে! ইফতারে আর যা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

সূত্রের খবর অনুযায়ী, ওই ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। কেননা সরকার মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি আরও বলেন, নাগরিকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। দেশে অবিচার ও অন্যায়ের কোনও স্থান নেই।

যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার সরকার সম্পন্ন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে তা বন্ধ করে দিয়েছিলেন।

বাংলাদেশকে এখন উন্নয়নের রোলমডেল হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধিশালী ও শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চায় তাঁর সরকার। তিনি আরও জানান, কানাডায় অনুষ্ঠেয় সম্মেলনে অংশগ্রহণের জন্য জি-৭ গ্রুপের দেশগুলো তাঁকে আমন্ত্রণ জানিয়েছে। শেখ হাসিনা বলেন, বৃহস্পতিবার তিনি সেখানে যাচ্ছেন। তারা বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানতে চায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির পেছনে কী জাদু আছে, তাও তারা জানতে চায়।

রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব ও আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের পাশে আছে। মুক্তিযুদ্ধের সময়ও পুরো বিশ্বকে এরকম পাশে পাওয়া যায়নি। কিন্তু এবার আমরা সবাইকে পাশে পাওয়া গিয়েছে।

দেশজুড়ে বিভিন্ন বার নির্বাচনে জয়লাভের জন্য সরকার-সমর্থিত আইনজীবীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সামনের দিনগুলোতে এই জয়ের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, তাদের বিজয়ে বোঝা যায় যে যদি একতাবদ্ধ থাকা যায়, তবে তারা জিততে পারেন।

English summary
Sheikh Hasina has declared war on the drug to save the next generation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X