For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নওয়াজ শরিফের ভাই নয়, পাকিস্তানের প্রাইমমিনিস্টার নির্বাচিত হলেন শাহীদ খাকন আব্বাসি

পানামা পেপার দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে,পাক সুপ্রিম কোর্টের নির্দেশে পাকিস্তানের প্রাইমমিনিস্টার পদ থেকে সরে যেতে হয় নওয়াজ শরিফকে। এবার পাকিস্তানের প্রাইমিনিস্টার নির্বাচিত হলেন শাহীদ খাকন আব্বাসি।

  • |
Google Oneindia Bengali News

বহুদিন ধরেই জল্পনা ছিল যে, দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত নওয়াজ শরিফের জায়গা নিতে চলেছেন তাঁর ভাই শহবাজ শরিফ। তবে সেই জল্পনায় কার্যত জল ঢেলে , পাকিস্তানের প্রাইমিনিস্টার পদে আসীন হলেন সেদেশের পেট্রোলিয়াম মন্ত্রী শাহীদ আব্বাসি। তাঁকে প্রাইমমিনিস্টার হিসাবে মেনে নিয়েছেন সেদেশের সাংসদরা।

উল্লেখ্য, পাক সংসদে ৩৪২টির মধ্যে ২২১ টি ভোট নিয়ে নির্বাচিত হন আব্বাসি। এই পদের জন্য বাকি দাবিদার পিপিপি-র নাভিদ কোমার পেয়েছেন ৪৭ টি ভোট, তেহরিক-এ-ইনসাফ দলের রশিদ আহমেদ পেয়েছেন ৩৩ টি ভোট ও জামাত-এ-ইসলামি-র শাহিবজাদা পেয়েছেন ৪ টি ভোট। এদিকে ,নির্বাচনের পর, আব্বাসি জানান ,"আমি সাংসদদের কাছে কৃতজ্ঞ, পাশপাশি জনতার নেতা নওয়াজ শরিফের কাছেও কৃতজ্ঞ"।

পাকিস্তানের প্রাইমমিনিস্টার নির্বাচিত হলেন শাহীদ খাকন আব্বাসি

এর আগে, পানামা পেপার দুর্নীতি মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করে প্রাক্তন পাকিস্তানি প্রাইমমিনিস্টার নওয়াজ শরিফকে। তখন থেকেই জল্পনা শুরু হয় নওয়াজের ভাই শহবাজকে নিয়ে। যদিও শেষমেশ সেদেশের প্রাইমিনিস্টার পদে আসীন হন শাহীদ খাকন আব্বাসি।

English summary
Shahid Khaqan Abbasi is elected as the 18th Prime Minister of Pakistan, after Nawaz Sharif was disqualified by the Supreme Court over the Panama Papers scandal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X