For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড–১৯–এর মেসেজ পাঠিয়ে সরকার–সমর্থিত সংস্থার নাম করে প্রতারণা, সতর্ক করল গুগল

কোভিড–১৯–এর মেসেজ পাঠিয়ে সরকার–সমর্থিত সংস্থার নাম করে প্রতারণা, সতর্ক করল গুগল

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসকে হাতিয়ার করে বিশ্বজুড়ে বহু প্রতারণা শুরু হয়েছে। একে তো মহামারির বিরুদ্ধে কঠিন লড়াই তার ওপর এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। সম্প্রতি গুগল সতর্ক করে জানিয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌ ও কোভিড–১৯ মেসেজিং পরিষেবার মত সরকারি স্বাস্থ্য সংগঠনের নাম নিয়ে হ্যাকার ও অনলাইন প্রতারকরা সাধারণ মানুষকে নিশানা করছে। গুগল রোজ করোনা ভাইরাস সংক্রান্ত ভুয়ো ১৮ মিলিয়ন প্রতারক মেসেজের সন্ধান পায়।

স্বেচ্ছাসেবী বা দাতব্য সংস্থার নাম করে প্রতারণা

স্বেচ্ছাসেবী বা দাতব্য সংস্থার নাম করে প্রতারণা

গুগল থ্রেট অ্যানালাইসিস গ্রুপ (‌ট্যাগ)‌ পর্যবেক্ষন করে দেখেছে অত্যাধুনিক সরকার সমর্থিত সংস্থার নাম করে প্রতারণা করা হচ্ছে, এরপরই সতর্ক করে গুগল। ব্লগ পোস্টে গুগল জানিয়েছে যে এ ধরনের হামলার জন্য কোভিড-১৯-এর নতুন মেসেজ ব্যবহার করা হচ্ছে। গুগলের ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘আমাদের সুরক্ষা পদ্ধতিগুলি লক্ষ্য করেছে করোনার সঙ্গে লড়াই করা দাতব্য সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থার বার্তাগুলি হিসাবে পোস্ট করা ফিশিং ইমেলগুলির মতো নতুন নতুন কেলেঙ্কারী সনাক্ত করেছে।'‌

ব্যবহারকারীকে প্রলোভিত করে মেসেজ

ব্যবহারকারীকে প্রলোভিত করে মেসেজ

ট্যাগ বিশেষ করে কোভিড-১৯-এর থিমগুলি ফিশিং এবং ম্যালওয়্যার প্রয়াসের জন্য লোভ হিসাবে ব্যবহার করে এমন এক ডজনেরও বেশি সরকার-সমর্থিত হামলাকারির দল চিহ্নিত করেছে, যারা ভাইরাস রয়েছে এমন লিঙ্কগুলি ক্লিক করতে এবং ফাইলগুলি ডাউনলোড করার জন্য ব্যবহারকারীকে বাধ্য করে। গুগল সতর্ক করে বলেছে, ‘আমেরিকার এক ফার্স্ট ফুড ফ্রাঞ্চাইজি কোভিড-১৯-এর মেসেজ পাঠিয়ে ভুয়ো প্রলোভন দেখায়ে মার্কিন সরকারের কর্মীদের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলিকে নিশানা করেছিল। কিছু মেসেজে বিনামূল্যে খাওয়া-দাওয়া ও কোভিড-১৯-এর প্রতিক্রিয়া হিসাবে কুপন, অন্য এক মেসেজে বলা হয়েছে প্রাপকরা ফিড সাইটে গিয়ে অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন। একহার ব্যবহারকারী সেই লিঙ্কে ক্লিক করলে তাঁদের সামনে ভুয়ো পেজ খুলে যায় এবং কৌশল করে তাঁদের ব্যাঙ্ক ও কার্ড সংক্রান্ত সব তথ্য হাতিয়ে নেওয়া হয়।'‌

মেনে চলুন গুগলের পরামর্শ

মেনে চলুন গুগলের পরামর্শ

গুগল যদিও আশ্বস্ত করে জানিয়েছেন যে তারা ৯৯.‌৯ শতাংশ মালওয়্যার কম্পিউটার থেকে ব্লক করে দেয় কিন্তু তাও বাড়ি থেকে কাজ বা অন্য যে কোনও বিষয়ে অনলাইন হলে অতিরিক্ত সতর্ক থাকতে হবে ব্যবহারকারীকে। প্রসঙ্গত অনলাইন কেলেঙ্কারী এবং ফিশিংয়ের ঝুঁকিপূর্ণ কারণগুলি বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, গুগল আবারও করোনা ভাইরাস মহামারি চলাকালীন কিছু সুরক্ষার টিপস জানিয়েছে। গুগল জানিয়েছে অধিকাংশ প্রতারণা ই-মেল বা মেসেজ ব্যবহারকারীর কাছে পৌঁছায় এভাবে, ‘‌কোভিড-১৯ নিয়ে জরুরি মেসেজ'‌। গুগল জানিয়েছে ওই লিঙ্কে ক্লিক করার আগে তা যাচাই করে নিন। হু বা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা হাসপাতালগুলি সরাসরি ব্যবহারকারীকে মেসেজ পাঠাবে। প্রতারকরা এই সব সংস্থার নাম নিয়ে মানুষকে প্রতারিত করবে।

করোনা আবহে ডার্ক ওয়েবে কীভাবে কেলেঙ্কারি কাণ্ড ঘটাচ্ছে সাইবার ক্রিমিনালরা?করোনা আবহে ডার্ক ওয়েবে কীভাবে কেলেঙ্কারি কাণ্ড ঘটাচ্ছে সাইবার ক্রিমিনালরা?

English summary
oogle's Threat Analysis Group (TAG) has specifically identified over a dozen government-backed attacker groups using COVID-19 themes as lure for phishing and malware attempts—trying to get their targets to click malicious links and download files
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X